‘হেমায়েত উদ্দিন ছিলেন অনেক দূরদর্শী মনুষ’

- আপডেট: ০১:৪৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
- / ১০৪২০ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক প্রেসিডেন্ট হেমায়েত উদ্দিন আহমেদ ছিলেন অনেক দূরদর্শী মানুষ। দেশের পুঁজিবাজার ও তৈরি পোশাক শিল্পসহ অর্থনৈতিক উন্নয়নে তিনি অনেক অবদান রেখেছেন। পুঁজিবাজার যে অনেক বড় হবে, এখানে অনেক বিদেশী বিনিয়োগ আসবে, তিন/চার দশক আগেই তা তিনি উপলব্ধি করতে পেরেছিলেন। সম্ভাবনাময় এই ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে সবাইকে তিনি উদ্বুদ্ধ করতেন, পরামর্শ দিতেন।
আজ বৃহস্পতিবার (১ জুলাই) অনুষ্ঠিত এক স্মরণসভা ও মিলাদ মাহফিলে আলোচকরা এ কথা বলেন। ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ) এই সভা ও মিলাদের আয়োজন করে। ভার্চুয়াল প্ল্যাটফরমে আয়োজিত এই সভা সঞ্চালনা করেন ডিবিএ’র সভাপতি শরীফ আনোয়ার হোসেন।
স্মরণ সভায় ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমান, সাবেক প্রেসিডেন্ট মোঃ রকিবুর রহমান, আহমেদ ইকবাল হাসান, শাকিল রিজভী, আহসানুল ইসলাম টিটু এমপি, ডিবিএ’র সাবেক সভাপতি মোশতাক আহমেদ সাদেক, ডিবিএর সাবেক সহ-সভাপতি আহমেদ রশীদ লালী, ডিএসইর স্বতন্ত্র পরিচালক হাবিবুল বাহার, ডিএসইর সিনিয়র সদস্য মোঃ শাহজাহান, মোঃ আকবর আলী, শহুদল হক বুলবুল, ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মতিন পাটোয়ারি প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় ডিএসই চেয়ারম্যান ইউনুসুর রহমান বলেন, পুঁজিবাজারে বিকালে হেমায়েত উদ্দিন আহমেদের অনেক অবদান রয়েছে। কিন্তু বর্তমান প্রজন্মের বেশিরভাগ মানুষ তা জানে না। তাই তার অবদান ও স্মৃতি তুলে ধরতে ডিএসইর ম্যানেজমেন্ট কোনো উদ্যোগ নিলে পর্ষদ তা অনুমোদন করবে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
মোঃ রকিবুর রহমান বলেন, হেমায়েত উদ্দিন আহমেদ ছিলেন অনেক জ্ঞানী। তার মতো প্রাজ্ঞ মানুষ পুঁজিবাজারে দুর্লভ। তিনি মরহুম হেমায়েত উদ্দিনের স্মরণে একটি পুস্তিকা প্রকাশের প্রস্তাব করেন।
আহমেদ ইকবাল হাসান বলেন, ইক্যুইটি, বন্ড, ডেরিভেটিভসসহ নানা প্রোডাক্ট এবং সামগ্রিক পুঁজিবাজার সম্পর্কে হেমায়েত উদ্দিনের ছিল অসাধারণ জ্ঞান। দেশের অনেক সিকিউরিটিজ আইন প্রণয়নে তার অবদান রয়েছে। ডিএসইর মাসিক প্রকাশনা, কম্পিউটার সিস্টেমে আইপিওর লটারিসহ অনেক নতুন বিষয়ের সূচনা হয়েছিল তার হাত ধরে।
আহসানুল ইসলাম টিটু এমপি বলেন, মরহুম হেময়াতে উদ্দিন আহমেদ ছিলেন একজন বহুমাত্রিক প্রজ্ঞার মানুষ। শুধু পুঁজিবাজার নয়, দেশের তৈরি পোশাক খাতের বিকাশেও তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এই খাতে ব্যবহৃত ব্যাক টু ব্যাক এলসি (ঋণপত্র) এর ক্ষেত্রে হিসাব কি হবে, একটি পোশাক তৈরি করতে কি পরিমাণ কাপড় প্রয়োজন, কতটুকু কাপড়ের অপচয় হয় তা তিনি হিসাব করে নীতিনির্ধারণে রপ্তানি উন্নয়ন ব্যুরো ও সরকারকে সহায়তা করেন।
মরহুম হেমায়েত উদ্দিনের ভাগ্নি, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি শারমিন রিনভী আগামী প্রজন্মের কাছে তার অবদান তুলে ধরা, তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য তার জীবনীগ্রন্থ প্রকাশের উদ্যোগ নিতে ডিএসইকে অনুরোধ জানান। আর এ ধরনের যে কোনো উদ্যোগে সহযোগিতার প্রতিশ্রুতি দেন তিনি।
ঢাকা/এনইউ
আরও পড়ুন:
- ন্যাশনাল ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- এটিএম বুথ থেকে তোলা যাবে দ্বিগুণ টাকা
- খোলা আছে এটিএম, চালু মোবাইল ও অনলাইন ব্যাংকিং
- আজ ফের শুরু প্রথম ডোজের টিকাদান
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি
- লেনদেন হবে ডিজিটাল মাধ্যমে, যাওয়া যাবে না ব্রোকারেজ হাউসে
- রামেকে আরও ২২ জনের মৃত্যু
- চট্টগ্রামে কঠোর অবস্থানে সেনাবাহিনী-বিজিবি-পুলিশ
- কঠোর লকডাউনে পুঁজিবাজারে লেনদেন হবে ৪ দিন
- গৌরবোজ্জ্বল অতীত নিয়ে শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়
- বৃহস্পতিবারের রাশিফল
- ০১ জুলাই, ইতিহাসের এই দিনে
- বিধিনিষেধ মানাতে কঠোর অবস্থানে পুলিশ