১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনে যা বললেন সোনম

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৩৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১
  • / ১০৪৬২ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: কয়েক দিন ধরেই বলিউডের বাতাসে ঘুরে বেড়াচ্ছে একটি গুঞ্জন। তা হলো, মা হতে চলেছেন সোনম কাপুর। তার গায়ের ঢিলেঢালা পোশাক দেখেই এমন ধারণার সূত্রপাত হয়। তবে গুঞ্জনের আগুনে একেবারে জল ঢেলে দিলেন অভিনেত্রী।

সম্প্রতি বিদেশ থেকে দেশে ফেরেন সোনম। তাকে রিসিভ করার জন্য বিমানবন্দরে হাজির হয়েছিলেন বাবা অনিল কাপুর। ওই সময়েই পাপারাজ্জিদের ক্যামেরায় উঠে আসে বাবা-মেয়ের ছবি। আর ওই ছবিগুলোতে দেখা যায়, সোনমের গায়ে বেশ ঢিলেঢালা পোশাক।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এরপরই সোশ্যাল মিডিয়ায় চর্চার শুরু। সবাই বলাবলি করতে থাকে, অন্তঃসত্ত্বা হয়েছেন অভিনেত্রী। তবে সেই গুঞ্জনের মোক্ষম জবাব দিয়েছেন সোনম। তিনি সদ্য তোলা একটি ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। ছবিতে দেখা যাচ্ছে, একটি কাচের গ্লাসে চুমুক দিচ্ছেন তিনি। আর ছবিটির ক্যাপশনে লেখা, ‘ঋতুচক্রের প্রথম দিন, তাই আদা চা আর গরম জলের ব্যাগ।’

লেখাটির পাশে রয়েছে এক বিন্দু রক্তের চিহ্ন। বোঝার বাকি নেই, ঋতুচক্র চলছে সোনমের। অর্থাৎ তিনি মোটেও অন্তঃসত্ত্বা নন।

উল্লেখ্য, ২০১৮ সালে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে ঘর বাঁধেন সোনম কাপুর। এরপর থেকে তারা সুখেই সংসার করছেন। আনন্দ যেমন তার ব্যবসার কাজ সামলাচ্ছেন, সোনমও চালিয়ে যাচ্ছেন তার অভিনয়। তাকে সর্বশেষ দেখা গিয়েছে ২০২০ সালে মুক্তি পাওয়া ‘একে ভার্সেস একে’ সিনেমায়।

ঢাকা/এনইউ

আরও পড়ুন:

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনে যা বললেন সোনম

আপডেট: ০৪:৩৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: কয়েক দিন ধরেই বলিউডের বাতাসে ঘুরে বেড়াচ্ছে একটি গুঞ্জন। তা হলো, মা হতে চলেছেন সোনম কাপুর। তার গায়ের ঢিলেঢালা পোশাক দেখেই এমন ধারণার সূত্রপাত হয়। তবে গুঞ্জনের আগুনে একেবারে জল ঢেলে দিলেন অভিনেত্রী।

সম্প্রতি বিদেশ থেকে দেশে ফেরেন সোনম। তাকে রিসিভ করার জন্য বিমানবন্দরে হাজির হয়েছিলেন বাবা অনিল কাপুর। ওই সময়েই পাপারাজ্জিদের ক্যামেরায় উঠে আসে বাবা-মেয়ের ছবি। আর ওই ছবিগুলোতে দেখা যায়, সোনমের গায়ে বেশ ঢিলেঢালা পোশাক।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এরপরই সোশ্যাল মিডিয়ায় চর্চার শুরু। সবাই বলাবলি করতে থাকে, অন্তঃসত্ত্বা হয়েছেন অভিনেত্রী। তবে সেই গুঞ্জনের মোক্ষম জবাব দিয়েছেন সোনম। তিনি সদ্য তোলা একটি ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। ছবিতে দেখা যাচ্ছে, একটি কাচের গ্লাসে চুমুক দিচ্ছেন তিনি। আর ছবিটির ক্যাপশনে লেখা, ‘ঋতুচক্রের প্রথম দিন, তাই আদা চা আর গরম জলের ব্যাগ।’

লেখাটির পাশে রয়েছে এক বিন্দু রক্তের চিহ্ন। বোঝার বাকি নেই, ঋতুচক্র চলছে সোনমের। অর্থাৎ তিনি মোটেও অন্তঃসত্ত্বা নন।

উল্লেখ্য, ২০১৮ সালে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে ঘর বাঁধেন সোনম কাপুর। এরপর থেকে তারা সুখেই সংসার করছেন। আনন্দ যেমন তার ব্যবসার কাজ সামলাচ্ছেন, সোনমও চালিয়ে যাচ্ছেন তার অভিনয়। তাকে সর্বশেষ দেখা গিয়েছে ২০২০ সালে মুক্তি পাওয়া ‘একে ভার্সেস একে’ সিনেমায়।

ঢাকা/এনইউ

আরও পড়ুন: