শেষ ঘণ্টায় বিক্রেতা শূন্য ৩ কোম্পানি

- আপডেট: ০২:৫০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
- / ১০৩৭৯ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের শেষ ঘণ্টায় বিক্রেতা উধাও হয়ে গেছে ৩ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউ
কোম্পানিগুলো হচ্ছে- সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেড, ওরিয়ন ইনফিউশন ও একমি পেস্টিসাইডস।
সূত্র অনু্যায়ী, আজ বেলা ২টা ১৫ মিনিট পর্যন্ত ওরিয়ন ইনফিউশনের স্ক্রিনে ১ লাখ ৯৯ হাজার ১৭৭টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৯০ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
এদিকে একই সময়ে সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের স্ক্রিনে ৮৫ লাখ ৩৩ হাজার ৭৬৯টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫৪ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
একই সময় একমি পেস্টিসাইডসের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।
ঢাকা/এমটি