০৯:৪১ অপরাহ্ন, শনিবার, ০৪ অক্টোবর ২০২৫

১২ ডিসেম্বর ফাইভ জি চালু: সেতুমন্ত্রী

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:৩২:৩০ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১
  • / ১০৩৮৭ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: বিজয়ের মাস ডিসেম্বরে ১২ তারিখ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা মোবাইল প্রযুক্তি সেবা ফাইভজি যুগে প্রবেশ করবে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় দেশে ফাইভজি প্রযুক্তির সেবা পরীক্ষামূলকভাবে শুভ উদ্বোধন করবেন। রাজধানীর রমনায় এক অনুষ্ঠানে ভাচুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সেতুমন্ত্রী বলেন, প্রথমে ঢাকা শহরে পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে। আগামী ১২ ডিসেম্বর প্রধামন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ৫ জির পরীক্ষামূলক সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পর্যায়ক্রমে এ সেবা সারা দেশে চালু করা হবে।

এসময় তিনি রামপুরায় বাস চাপায় শিক্ষার্থী মাঈনুউদ্দিন নিহতের ঘটনা উল্লেখ্য করে বলেন রামপুরায় বিএনপি ও জামায়াতের অতীত সহিংস অপকর্মের পুনরাবৃত্তি কি না, তা খতিয়ে দেখতে জাতির বিবেকের কাছে প্রশ্ন রেখেছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একই সঙ্গে এই ছাত্র নিহত হওয়ায় গভীর শোকাহত ও ব্যথিত হয়েছেন। তিনি আরো বলেন, প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে ঘটনাটি রাত পৌন ১১ টায় ঘটেছে। এর মধ্যে ১২ মিনিট পরে নিরাপদ সড়ক চাই ফেসবুক পেইজের লাইভে ওই স্থান থেকে লাই করা হয়। এ ঘটনার সঙ্গে সঙ্গে ১৭টি বাসে আগুন দেওয়া হয় এবং অসংখ্য গাড়ি ভাঙচুর করা হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবারও প্রশ্ন রেখে বলেন, এটা কি নিছক দুর্ঘটনা নাকি পূর্ব পরিকল্পিত।

ওবায়দুল কাদের বলেন, রাত ১১ টায় জামায়ত পরিচালিত টেলিগ্রাম চ্যানেলে খরবটি প্রকাশিত হয় এবং দুর্ঘটনার স্থান থেকেই সব সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ে। এসময় তিনি ওবায়দুল কাদের প্রশ্ন রেখে আরও জানতে চান, ঘটনার ১২ মিনিটেই নিরাপদ সড়ক চাই পেজ লাইভে গেল কীভাবে? নাকি তারা আগে থেকেই প্রস্তুত ছিল? বাশেরকেল্লা ১৫ মিনিটের মধ্যেই সব খবর পেয়ে গেল কীভাবে? আর বাকি ১০ মিনিটেই ১০টি গাড়িতে আগুন কীভাবে দেওয়া হলো? প্রশ্ন ওবায়দুল কাদেরে। ওবায়দুল কাদের জানতে চান এত জনবল রাত ১১টার পর ঘটনাস্থলে এল কীভাবে? তাহলে তার কি আগেই প্রস্তুত ছিল?

সেনাবাহিনী, পুলিশ বা ফায়ার ব্রিগেড এত তাড়াতাড়ি পৌঁছাতে পারে না, যত দ্রুত গাড়ি পোড়ানো হয়েছে এমনটা মনে করে ওবায়দুল কাদের আরও প্রশ্ন রাখেন, এতে রাতে অল্প বয়সী শিক্ষার্থীরা কি এত দ্রুত পৌঁছে গেছে? তিনি বলেন, এমনিতেই সড়ক দুর্ঘটনা নিয়ে আন্দোলন চলছে, যারাই দুর্ঘটনাকবলিত হচ্ছেন তারা সবাই শিক্ষার্থী। গাড়িতে কি ছাত্র ছাড়া অন্য আর যাত্রী থাকে না? প্রশ্ন ওবায়দুল কাদেরের। তিনি বিষয়টি মোটেই দুর্ঘটনা নয় বলেও দাবি করেন। ওবায়দুল কাদের বলেন, ২০২৩ সালের মধ্যেই পর্যায়ক্রমে এই ফাইভজি সেবা দেশের অন্যান্য বিভাগীয় শহর, শিল্পপ্রতিষ্ঠাননির্ভর এলাকাসমূহে বিস্তারের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, আগামী ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এ পরীক্ষামূলক কার্যক্রমের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।

ঢাকা/এমটি 

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

১২ ডিসেম্বর ফাইভ জি চালু: সেতুমন্ত্রী

আপডেট: ০৫:৩২:৩০ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: বিজয়ের মাস ডিসেম্বরে ১২ তারিখ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা মোবাইল প্রযুক্তি সেবা ফাইভজি যুগে প্রবেশ করবে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় দেশে ফাইভজি প্রযুক্তির সেবা পরীক্ষামূলকভাবে শুভ উদ্বোধন করবেন। রাজধানীর রমনায় এক অনুষ্ঠানে ভাচুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সেতুমন্ত্রী বলেন, প্রথমে ঢাকা শহরে পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে। আগামী ১২ ডিসেম্বর প্রধামন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ৫ জির পরীক্ষামূলক সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পর্যায়ক্রমে এ সেবা সারা দেশে চালু করা হবে।

এসময় তিনি রামপুরায় বাস চাপায় শিক্ষার্থী মাঈনুউদ্দিন নিহতের ঘটনা উল্লেখ্য করে বলেন রামপুরায় বিএনপি ও জামায়াতের অতীত সহিংস অপকর্মের পুনরাবৃত্তি কি না, তা খতিয়ে দেখতে জাতির বিবেকের কাছে প্রশ্ন রেখেছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একই সঙ্গে এই ছাত্র নিহত হওয়ায় গভীর শোকাহত ও ব্যথিত হয়েছেন। তিনি আরো বলেন, প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে ঘটনাটি রাত পৌন ১১ টায় ঘটেছে। এর মধ্যে ১২ মিনিট পরে নিরাপদ সড়ক চাই ফেসবুক পেইজের লাইভে ওই স্থান থেকে লাই করা হয়। এ ঘটনার সঙ্গে সঙ্গে ১৭টি বাসে আগুন দেওয়া হয় এবং অসংখ্য গাড়ি ভাঙচুর করা হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবারও প্রশ্ন রেখে বলেন, এটা কি নিছক দুর্ঘটনা নাকি পূর্ব পরিকল্পিত।

ওবায়দুল কাদের বলেন, রাত ১১ টায় জামায়ত পরিচালিত টেলিগ্রাম চ্যানেলে খরবটি প্রকাশিত হয় এবং দুর্ঘটনার স্থান থেকেই সব সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ে। এসময় তিনি ওবায়দুল কাদের প্রশ্ন রেখে আরও জানতে চান, ঘটনার ১২ মিনিটেই নিরাপদ সড়ক চাই পেজ লাইভে গেল কীভাবে? নাকি তারা আগে থেকেই প্রস্তুত ছিল? বাশেরকেল্লা ১৫ মিনিটের মধ্যেই সব খবর পেয়ে গেল কীভাবে? আর বাকি ১০ মিনিটেই ১০টি গাড়িতে আগুন কীভাবে দেওয়া হলো? প্রশ্ন ওবায়দুল কাদেরে। ওবায়দুল কাদের জানতে চান এত জনবল রাত ১১টার পর ঘটনাস্থলে এল কীভাবে? তাহলে তার কি আগেই প্রস্তুত ছিল?

সেনাবাহিনী, পুলিশ বা ফায়ার ব্রিগেড এত তাড়াতাড়ি পৌঁছাতে পারে না, যত দ্রুত গাড়ি পোড়ানো হয়েছে এমনটা মনে করে ওবায়দুল কাদের আরও প্রশ্ন রাখেন, এতে রাতে অল্প বয়সী শিক্ষার্থীরা কি এত দ্রুত পৌঁছে গেছে? তিনি বলেন, এমনিতেই সড়ক দুর্ঘটনা নিয়ে আন্দোলন চলছে, যারাই দুর্ঘটনাকবলিত হচ্ছেন তারা সবাই শিক্ষার্থী। গাড়িতে কি ছাত্র ছাড়া অন্য আর যাত্রী থাকে না? প্রশ্ন ওবায়দুল কাদেরের। তিনি বিষয়টি মোটেই দুর্ঘটনা নয় বলেও দাবি করেন। ওবায়দুল কাদের বলেন, ২০২৩ সালের মধ্যেই পর্যায়ক্রমে এই ফাইভজি সেবা দেশের অন্যান্য বিভাগীয় শহর, শিল্পপ্রতিষ্ঠাননির্ভর এলাকাসমূহে বিস্তারের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, আগামী ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এ পরীক্ষামূলক কার্যক্রমের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।

ঢাকা/এমটি