জাবিতে সাংবাদিক নির্যাতনের ঘটনায় চার শিক্ষার্থী বহিষ্কার

- আপডেট: ১১:৫০:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
- / ১০৩৯০ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কর্মরত এক সাংবাদিককে নির্যাতনের দায়ে চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বহিষ্কৃতরা হলেন—বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী আসাদ হক ও আরিফ জামান সেজান, একই বিভাগের ৪৭তম ব্যাচের রায়হান বিন হাবিব এবং আইন ও বিচার বিভাগের ৪৭তম ব্যাচের মাসুম বিল্লাহ। তারা শাখা ছাত্রলীগের কর্মী। সাংবাদিক নির্যাতনের ঘটনায় তাদের অবাঞ্ছিত ঘোষণা করেছেন শাখা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক।
প্রক্টর (ভারপ্রাপ্ত) আ স ম ফিরোজ-উল-হাসান জানান, সাংবাদিক নির্যাতনের ঘটনাটি অধিকতর তদন্তের জন্য শহীদ সালাম-বরকত হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সুকল্যাণ কুমার কুণ্ডুকে আহ্বায়ক করে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যরা হলেন—বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ইসরাফিল আহমেদ, আলবেরুনী হলের প্রাধ্যক্ষ মো. আশরাফুল আলম এবং সদস্য সচিব প্রক্টর অফিসের সহকারী রেজিস্ট্রার সোহেল রানা। কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এর আগে, গত ২ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর হলের অতিথিকক্ষে একটি অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিক আল আমিন হোসাইনকে শারীরিকভাবে নির্যাতন করেন ওই হলের ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত কয়েকজন শিক্ষার্থী। এ ঘটনায় আটজনকে অভিযুক্ত করা হয়।
আরো পড়ুন: জামিন চেয়ে দুদকের এনামুল বাছিরের আবেদন
ঢাকা/এসএ