রাশিয়া-চীন জোটের স্থায়ী সদস্য হতে ইরানের চুক্তি স্বাক্ষর

- আপডেট: ০৭:০৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২
- / ১০৩৪২ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল ডেস্ক: রাশিয়া ও চীনের নেতৃত্বাধীন সাংহাই কো-অপারেশন (এসসিও) জোটে স্থায়ী ভাবে যোগ দেওয়ার চুক্তি স্বাক্ষর করেছে ইরান। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমিরাব্দুল্লাহিয়ান।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি পোস্টে বলেছেন, এসসিও জোটে যোগ দেওয়ার চুক্তির মাধ্যমে ইরান এখন অর্থনীতি, ব্যবসায়িক, ট্রানজিট এবং জ্বালানি সহযোগিতার নতুন ধাপে প্রবেশ করেছে।
বর্তমানে জোটটিতে আটটি দেশ স্থায়ী সদস্য হিসেবে রয়েছে। সেগুলো হলো রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান ও কাজাখস্তান।
২০০১ সালে গঠিত হওয়া এ জোটটির পরিধি দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। গত বছর পূর্ণ সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করে ইরান। জানা গেছে ২০২৩ সালের মাঝামাঝি সময় থেকে ইরান পূর্ণ সদস্য হবে।
বর্তমানে এই জোটে আফগানিস্তান, বেলারুশ, ইরান এবং মঙ্গোলিয়া অবজারভার দেশ হিসেবে রয়েছে। অন্যদিকে ডাইলগ পার্টনার হিসেবে রয়েছে আর্মেনিয়া, আজারবাইজান, কম্বোডিয়া, নেপাল, শ্রীলংকা এবং তুরস্ক।
ইরানের পর বেলারুশও স্থায়ী সদস্যপদ পাওয়ার জন্য চুক্তি করবে বলে জানা গেছে। এই জোটে নতুন ডায়লগ পার্টনার হিসেবে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে কাতার এবং সৌদি আরব। সূত্র: আল জাজিরাি
আরও পড়ুন: আজারবাইজানের সঙ্গে যুদ্ধ বিরতি ঘোষণা করেছে আর্মেনিয়া
ঢাকা/এসএ