বিকালে তিন কোম্পানির বোর্ড সভা

- আপডেট: ০৯:৪২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২
- / ১০৩৬০ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির পরিচালনা পর্ষদের সভা আজ বুধবার (১২ অক্টোবর) অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিগুলোর ৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি দুটি হলো: তিতাস গ্যাস লিমিটেড, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড ও সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।
তিতাস গ্যাস: কোম্পানিটির পর্ষদ সভা আজ বিকাল ৩টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন: কোম্পানিটির পর্ষদ আজ বিকাল ৩টা ও ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন ও ৩০ সেপ্টেম্বর, ২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। একই সভায় কোম্পানির প্রথম প্রান্তিকের অনরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে।
উল্লেখ্য, ২০২১ সালে কোম্পানিটি বিনিয়োকারীদের ১০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল।
সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা: কোম্পানিটির পর্ষদ সভা আজ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর ,২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
আরও পড়ুন: মিথ্যা তথ্যে মানুষকে বিভ্রান্ত করা অপরাধের সামিল: শিবলী রুবাইয়াত-উল-ইসলাম
ঢাকা/এসএ