হিমাদ্রির ডিভিডেন্ড ঘোষণা
- আপডেট: ১১:০৬:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২
- / ১০৩৬২ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারের এসএমই মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি হিমাদ্রির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ ডিভিডেন্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর পুরোটাই ক্যাশ ডিভিডেন্ড।
মঙ্গলবার (১৫ অক্টোবর) কোম্পানির পর্ষদ সভায় সমাপ্ত অর্থবছরের (৩০ জুন, ২০২২) জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩টাকা ৬৭ পয়সা পয়সা। ২০২১ সালে ইপিএসের পরিমাণ ছিল ৮টাকা ২৩ পয়সা।
আর ২০২২ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮২৭ টাকা ৯০ পয়সা।
আরও পড়ুন: ইউসুফ ফ্লাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
কোম্পানিটির বার্ষিক সাধারন সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে ২৯ ডিসেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ০৪ ডিসেম্বর।
ঢাকা/টিএ



































