কাশিমপুর কারাগারে ২ কয়েদির মৃত্যু

- আপডেট: ০১:০৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২
- / ১০৪২০ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই কয়েদি মারা গেছেন। সোমবার (১২ ডিসেম্বর) সকালে তাদের মৃত্যু হয়। কারাগার-১ এর সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
মৃতরা হলেন—গাজীপুরের কাপাসিয়া উপজেলার বাসিন্দ তাইজুদ্দিন (৭৬) এবং কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার মধ্য গোবিন্দপুর গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে নূর ইসলাম ওরফে শেখ চান (৬৯)। তারা হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন।
আরও পড়ুন: ২০৪১ সালে দেশ হবে স্মার্ট বাংলাদেশ: প্রধানমন্ত্রী
কারাগারের সিনিয়র জেল সুপার আমিরুল ইসলাম জানান, সকাল ৬টার দিকে কারাগারের ভেতরেই তারা অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে দুই জনকেই মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
ঢাকা/এসএ