দুই কোম্পানির শেয়ার যেন সোনার হরিণ!

- আপডেট: ১২:৩৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
- / ১০৪৫৪ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: আজ সোমবার (১৩ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের দুই ঘণ্টার মধ্যে দু্ই কোম্পানির বিক্রেতা উধাও হয়ে গিয়েছে। এর কারণে কোম্পানিগুলোর সর্বোচ্চ শেয়ার দর হাকিয়ে সার্কিট ব্রেকারে মূল্য স্পর্শ করছে। এতে করে যেন সোনার হরিণ হয়ে যায় কোম্পানিগুলোর শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
কোম্পানিগুলো হলো: কোহিনুর কেমিক্যাল ও তমিজউদ্দিন টেক্সটাইল লিমিটেড।
সূত্র মতে, আজ বেলা ১২টা পর্যন্ত কোহিনুর কেমিক্যালের স্ক্রিনে ২৯ হাজার ৮টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪৫৮ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
আরও পড়ুন: নতুন গ্যাস ও সিএনজি স্টেশনের বাণিজ্যিক উৎপাদনে যাবে ইন্ট্রাকো
এদিকে একই সময়ে তমিজউদ্দিন টেক্সটাইলের স্ক্রিনে ১৮ হাজার ১৫১টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৯৬ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
গতকাল শেয়ারটির সমাপনী দর ছিল ১৭৮ টাকা ৩০ পয়সা।
ঢাকা/টিএ