ন্যাশনাল ফিডের ক্রেডিট রেটিং সম্পন্ন
- আপডেট: ১১:৪৯:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২
- / ১০৫৫৯ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি ন্যাশনাল ফিড মিলস লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন। পর তা প্রকাশ করা হয়েছে। ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) কোম্পানিটিকে ক্রেডিট রেটিং দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সিআরআইএসএলের রেটিং অনুযায়ী, ন্যাশনাল ফিড মিলসে দীর্ঘ ঘমেয়াদে রেটিং পেয়েছে ‘বিবিবি’। আর স্বল্প মেয়াদে রেটিং পেয়েছে ‘এসটি-৩’।
আরও পড়ুন: কর্পোরেট গভর্ন্যান্স নিশ্চিতে আইসিএসবি অ্যাওয়ার্ড পেলো তালিকাভুক্ত ৩৭ কোম্পানি
২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও একই বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক গুণগত ও পরিমাণগত তথ্য পর্যালোচনা করে ন্যাশনাল ফিড মিলসে ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।
ঢাকা/এসএ



































