বাধ্যতামূলক অবসরে আরও এক পুলিশ কর্মকর্তা

- আপডেট: ০৫:৩৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২
- / ১০৫১৪ বার দেখা হয়েছে
বাধ্যতামূলক অবসরে আরও এক পুলিশ কর্মকর্তা। আজ মঙ্গলবার (২০ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর সিনিয়র সচিব মো.আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই মো. মুনির হোসেনকে অবসরে পাঠানো হয়েছে।
জানা যায় এই পুলিশ কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগে বিশেষ পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। ২০১১ সালের ১৯ জুলাই মুনির হোসেনকে ওএসডি করে সদরদপ্তরে রাখা হয়েছিল।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য ও সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. মুনির হোসেনকে (বিপি-৬৪৯৫১০৫৫৭৮) (১৯-০২-২০১১ হতে ওএসডি, পুলিশ অধিদপ্তর) সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আরও পড়ুন: পহেলা জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
ঢাকা/এসএ