১২:৩৩ অপরাহ্ন, রবিবার, ০৫ অক্টোবর ২০২৫

মরুর বুকে মিমের ডাবল উদ্‌যাপন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৫৫:০৭ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩
  • / ১০৪৪০ বার দেখা হয়েছে

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম দাম্পত্য জীবনের এক বছরের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন। গত বছরের ৪ জানুয়ারি ব্যাংক কর্মকর্তা সনি পোদ্দারের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। মধ্যপ্রাচ্যের দেশ দুবাইয়ে তিনি প্রথম বিবাহবার্ষিকী উদ্‌যাপন করবেন। সেখানে তিনি শুধু ডাবল উদ্‌যাপন করবেন। বিবাহবার্ষিকী উদ্‌যাপনের সাথে সাথে থার্টিফার্স্ট নাইট ও নববর্ষ উদযাপন করছেন।

এর আগে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ঢাকা থেকে দুবাই যান তারা। সনি ও মিমের সঙ্গে তাদের পরিবারের সদস্যরাও রয়েছেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ডাবল উদ্‌যাপন শেষ করে মিম দেশে ফিরবেন জানুয়ারি মাসের ৮ তারিখে। মিম বলেন, ‘বিবাহবার্ষিকী স্মরণীয় করে রাখতেই দুবাই যাওয়ার পরিকল্পনা। এর মধ্যে নতুন বছর চলে আসছে। সেখানে অনেক আয়োজন করে নতুন বছর সেলিব্রেট করা হয়। বিবাহবার্ষিকী ও নতুন বছর—দুটোই সেলিব্রেট করার জন্য এ পরিকল্পনা।’

বিয়ের প্রথম বছরটা খুবই ভালো কেটেছে মিমের। মাঝেমধ্যে সময় পেলে শ্বশুরবাড়ি কুমিল্লা চলে গেছেন। আর বাকিটা সময় ঢাকায় ব্যস্ত ছিলেন পেশাগত কাজে। তবে ব্যক্তিজীবনে যে একেবারেই সমস্যা আসেনি, তাও নয়। বছরের শেষভাগে এসে সহ-অভিনেতা শরিফুল রাজের সঙ্গে মিমের সম্পর্কের গুজব ছড়িয়ে পড়ে। তবে সেই পরিস্থিতি সামাল দিয়েছেন চমৎকারভাবে। ঝামেলা থেকে দূরে থাকতে রাজের সঙ্গে আর কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন: যে কারণে রাজ-পরীর ভাঙলো সংসার

সংসারজীবনের মতো চলচ্চিত্রেও স্বপ্নের মতো একটি বছর কাটিয়েছেন মিম। চলতি বছরের ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘পরাণ’ সিনেমা দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন। সাধারণ দর্শক থেকে সমালোচক—সবাইকে অভিনয়ে মুগ্ধ করেছেন তিনি। এ ছাড়া ‘দামাল’ সিনেমা দিয়েও ছিলেন আলোচনায়। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দায়ও সক্রিয় ছিলেন মিম।

ঢাকা/টিএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

মরুর বুকে মিমের ডাবল উদ্‌যাপন

আপডেট: ০৬:৫৫:০৭ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম দাম্পত্য জীবনের এক বছরের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন। গত বছরের ৪ জানুয়ারি ব্যাংক কর্মকর্তা সনি পোদ্দারের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। মধ্যপ্রাচ্যের দেশ দুবাইয়ে তিনি প্রথম বিবাহবার্ষিকী উদ্‌যাপন করবেন। সেখানে তিনি শুধু ডাবল উদ্‌যাপন করবেন। বিবাহবার্ষিকী উদ্‌যাপনের সাথে সাথে থার্টিফার্স্ট নাইট ও নববর্ষ উদযাপন করছেন।

এর আগে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ঢাকা থেকে দুবাই যান তারা। সনি ও মিমের সঙ্গে তাদের পরিবারের সদস্যরাও রয়েছেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ডাবল উদ্‌যাপন শেষ করে মিম দেশে ফিরবেন জানুয়ারি মাসের ৮ তারিখে। মিম বলেন, ‘বিবাহবার্ষিকী স্মরণীয় করে রাখতেই দুবাই যাওয়ার পরিকল্পনা। এর মধ্যে নতুন বছর চলে আসছে। সেখানে অনেক আয়োজন করে নতুন বছর সেলিব্রেট করা হয়। বিবাহবার্ষিকী ও নতুন বছর—দুটোই সেলিব্রেট করার জন্য এ পরিকল্পনা।’

বিয়ের প্রথম বছরটা খুবই ভালো কেটেছে মিমের। মাঝেমধ্যে সময় পেলে শ্বশুরবাড়ি কুমিল্লা চলে গেছেন। আর বাকিটা সময় ঢাকায় ব্যস্ত ছিলেন পেশাগত কাজে। তবে ব্যক্তিজীবনে যে একেবারেই সমস্যা আসেনি, তাও নয়। বছরের শেষভাগে এসে সহ-অভিনেতা শরিফুল রাজের সঙ্গে মিমের সম্পর্কের গুজব ছড়িয়ে পড়ে। তবে সেই পরিস্থিতি সামাল দিয়েছেন চমৎকারভাবে। ঝামেলা থেকে দূরে থাকতে রাজের সঙ্গে আর কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন: যে কারণে রাজ-পরীর ভাঙলো সংসার

সংসারজীবনের মতো চলচ্চিত্রেও স্বপ্নের মতো একটি বছর কাটিয়েছেন মিম। চলতি বছরের ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘পরাণ’ সিনেমা দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন। সাধারণ দর্শক থেকে সমালোচক—সবাইকে অভিনয়ে মুগ্ধ করেছেন তিনি। এ ছাড়া ‘দামাল’ সিনেমা দিয়েও ছিলেন আলোচনায়। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দায়ও সক্রিয় ছিলেন মিম।

ঢাকা/টিএ