হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রবাসীসহ ৫ জনের মৃত্যু

- আপডেট: ০১:১৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩
- / ১০৪৫২ বার দেখা হয়েছে
ঢাকার শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়া প্রবাসী সালাম মিয়াকে মাইক্রোবাস দিয়ে আনতে গিয়ে ঘন কুয়াশার মধ্যে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। শনিবার (৭ জানুয়ারি) ভোরে উপজেলার শাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
নিহতরা হলেন, মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার শুকনাদি গ্রামের প্রবাসী সালাম মিয়া (৩৫), সিহাব মিয়া (১২), সাফিয়া বেগম (২০) ও সাফিয়ার ১ বছরের শিশু হাবিবা জান্নাত এবং একই উপজেলার দশভাগ গ্রামের মাইক্রোবাস চালক সাতির আলী (৩৫)।
আরও পড়ুন: আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম জানান, ঢাকা থেকে বিদেশফেরত যাত্রীকে নিয়ে আজ ভোরে মৌলভীবাজার যাচ্ছিল একটি মাইক্রোবাস। পথে হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর এলাকায় সিলেট থেকে ঢাকাগামী একটি বালুবোঝাই ট্রাক ও পিকআপের সঙ্গে মাইক্রোবাসটির ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ৫ জন নিহত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদেরকে উদ্ধার করে সিলেটে পাঠায়। এ ছাড়া দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করা হয়।
ঢাকা/এসএ