আনোয়ার-উল আলম চৌধুরী বিসিআই সভাপতি পুনর্নির্বাচিত

- আপডেট: ০৬:২০:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩
- / ১০৪৮২ বার দেখা হয়েছে
ইভেন্স গ্রুপের চেয়ারম্যান ও বিজিএমইএয়ের সাবেক সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)-এর সভাপতি পুনর্নির্বাচিত হয়েছেন।
আজ শনিবার (১৪ জানুয়ারি) বিসিআই বোর্ডরুমে বিসিআইয়ের পরিচালনা পর্ষদের দ্বি-বার্ষিক (২০২৩-২৫) নির্বাচনের ফলাফল ঘোষণা করেন আব্দুল হক।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বিসিআইয়ের যথাক্রমে জ্যেষ্ঠ সহ-সভাপতি ও সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের পরিচালক প্রীতি চক্রবর্ত্তী ইউনুছ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং শাহজালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ।
নির্বাচনে ২৪ জন পরিচালকমণ্ডলী নির্বাচিত হন। বিসিআই নবনির্বাচিত পরিচালনা পর্ষদ ২০২৩-২৫ সাল মেয়াদের জন্য আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
আরও পড়ুন: শাহ্জালাল ইসলামী ব্যাংকের পুনর্নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ
অনুষ্ঠানে বিসিআইয়ের সাবেক সভাপতি শাহেদুল ইসলাম হেলাল উপস্থিত ছিলেন। আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মো. কোহিনুর ইসলাম, সদস্য-নির্বাচন বোর্ড; হাফেজ হারুন-অর-রশিদ, সদস্য-নির্বাচন আপিল বোড; প্রীতি চক্রবর্ত্তী, জ্যেষ্ঠ সহ-সভাপতি, শহীদুল ইসলাম নিরু, সাবেক সহ-সভাপতি-বিসিআই।
ঢাকা/টিএ