০৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫

পশ্চিমা অস্ত্র রাশিয়ায় আঘাত হানবে না: জার্মান চ্যান্সেলর

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:১৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩
  • / ১০৪৩০ বার দেখা হয়েছে

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি পশ্চিমাদের সরবরাহ করা অস্ত্র রাশিয়ার ভূখণ্ডে হামলার জন্য ব্যবহার না করার ব্যাপারে সম্মত হয়েছেন। রোববার এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। খবর আলজাজিরা, এএফপি ও দ্য গার্ডিয়ানের।

অর্থনীতি  শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সাপ্তাহিক বিল্ড অ্যাম সোনট্যাগের সঙ্গে এক সাক্ষাৎকারে জার্মানির চ্যান্সেলর বলেন, এ বিষয়ে একটি ঐকমত্য হয়েছে। ইউক্রেনের পশ্চিমা মিত্ররা দেশটিকে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুত আঘাত হানতে সক্ষম রকেট এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, সেই সঙ্গে ট্যাঙ্ক দিয়ে সজ্জিত করার প্রতিশ্রুতি দিয়েছে। এসব অস্ত্র পূর্বাঞ্চল থেকে রাশিয়ান সেনাদের হটানোর চেষ্টায় সহায়ক হবে বলে উল্লেখ করেন ওলাফ শলৎজ।

এদিকে, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতে ভয়াবহ লড়াই চলছে বলে জানিয়েছেন রাশিয়ার প্রাইভেট ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। ব্রিটিশ গোয়েন্দারা বলেছেন, বাখমুত ক্রমাগত বিচ্ছিন্ন হয়ে পড়ছে। অন্যদিকে ইউক্রেনের পূর্বাঞ্চল রণক্ষেত্রের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি দাবি করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁর আরও সেনাকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন।

ইউক্রেনে গত কয়েক মাসে ধারাবাহিক বিপর্যয়ের পর একটি উল্লেখযোগ্য বিজয়ের জন্য সেনাদের চাপ দিয়ে আসছেন পুতিন। কিছুদিন ধরেই ইউক্রেনের কৌশলগত শহর বাখমুত দখলের সর্বোচ্চ চেষ্টা চালায় রাশিয়া। সঙ্গে পার্শ্ববর্তী এলাকা দখল নিতে লড়াই অব্যাহত রেখেছে রুশ বাহিনী।

আরও পড়ুন: তুরস্কের ভূমিকম্পে নিহত বেড়ে ১১৮

এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ‘আমি জানি রণাঙ্গনের পরিস্থিতি খুবই জটিল। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলতে আরও বেশি সেনা নিয়োগ করছে মস্কো। বাখমুতের পরিস্থিতিও খুব একটা ভলো না।

এর মধ্যেই ইউক্রেনকে ৮৮টি লেপার্ড-১ ট্যাঙ্ক দেওয়ার অনুমোদন দিয়েছে জার্মান সরকার। একটি বেসরকারি অস্ত্র নির্মাতার কাছ থেকে পুরোনো এই ট্যাঙ্কগুলো কিয়েভকে দেওয়া হবে। জার্মান সরকারের এক মুখপাত্র এই তথ্য জানিয়েছেন। যুক্তরাজ্য প্রতিশ্রুতি দিয়েছে নিজেদের কয়েকটি চ্যালেঞ্জার-২ ট্যাঙ্ক ইউক্রেনকে সরবরাহ করা হবে। আর যুক্তরাষ্ট্র বলেছে, তারা ইউক্রেনে ৩১টি এম১ আব্রামস ট্যাঙ্ক পাঠাবে।

ঢাকা/এসএম

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

পশ্চিমা অস্ত্র রাশিয়ায় আঘাত হানবে না: জার্মান চ্যান্সেলর

আপডেট: ১২:১৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি পশ্চিমাদের সরবরাহ করা অস্ত্র রাশিয়ার ভূখণ্ডে হামলার জন্য ব্যবহার না করার ব্যাপারে সম্মত হয়েছেন। রোববার এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। খবর আলজাজিরা, এএফপি ও দ্য গার্ডিয়ানের।

অর্থনীতি  শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সাপ্তাহিক বিল্ড অ্যাম সোনট্যাগের সঙ্গে এক সাক্ষাৎকারে জার্মানির চ্যান্সেলর বলেন, এ বিষয়ে একটি ঐকমত্য হয়েছে। ইউক্রেনের পশ্চিমা মিত্ররা দেশটিকে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুত আঘাত হানতে সক্ষম রকেট এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, সেই সঙ্গে ট্যাঙ্ক দিয়ে সজ্জিত করার প্রতিশ্রুতি দিয়েছে। এসব অস্ত্র পূর্বাঞ্চল থেকে রাশিয়ান সেনাদের হটানোর চেষ্টায় সহায়ক হবে বলে উল্লেখ করেন ওলাফ শলৎজ।

এদিকে, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতে ভয়াবহ লড়াই চলছে বলে জানিয়েছেন রাশিয়ার প্রাইভেট ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। ব্রিটিশ গোয়েন্দারা বলেছেন, বাখমুত ক্রমাগত বিচ্ছিন্ন হয়ে পড়ছে। অন্যদিকে ইউক্রেনের পূর্বাঞ্চল রণক্ষেত্রের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি দাবি করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁর আরও সেনাকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন।

ইউক্রেনে গত কয়েক মাসে ধারাবাহিক বিপর্যয়ের পর একটি উল্লেখযোগ্য বিজয়ের জন্য সেনাদের চাপ দিয়ে আসছেন পুতিন। কিছুদিন ধরেই ইউক্রেনের কৌশলগত শহর বাখমুত দখলের সর্বোচ্চ চেষ্টা চালায় রাশিয়া। সঙ্গে পার্শ্ববর্তী এলাকা দখল নিতে লড়াই অব্যাহত রেখেছে রুশ বাহিনী।

আরও পড়ুন: তুরস্কের ভূমিকম্পে নিহত বেড়ে ১১৮

এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ‘আমি জানি রণাঙ্গনের পরিস্থিতি খুবই জটিল। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলতে আরও বেশি সেনা নিয়োগ করছে মস্কো। বাখমুতের পরিস্থিতিও খুব একটা ভলো না।

এর মধ্যেই ইউক্রেনকে ৮৮টি লেপার্ড-১ ট্যাঙ্ক দেওয়ার অনুমোদন দিয়েছে জার্মান সরকার। একটি বেসরকারি অস্ত্র নির্মাতার কাছ থেকে পুরোনো এই ট্যাঙ্কগুলো কিয়েভকে দেওয়া হবে। জার্মান সরকারের এক মুখপাত্র এই তথ্য জানিয়েছেন। যুক্তরাজ্য প্রতিশ্রুতি দিয়েছে নিজেদের কয়েকটি চ্যালেঞ্জার-২ ট্যাঙ্ক ইউক্রেনকে সরবরাহ করা হবে। আর যুক্তরাষ্ট্র বলেছে, তারা ইউক্রেনে ৩১টি এম১ আব্রামস ট্যাঙ্ক পাঠাবে।

ঢাকা/এসএম