রিলায়েন্স ব্রোকারেজের ট্রেড সাসপেন্ড

- আপডেট: ০৬:৩৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩
- / ১০৪৯৬ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্যভুক্ত প্রতিষ্ঠান রিলায়েন্স ব্রোকারেজ সার্ভিস লিমিটেডের ট্রেড সাসপেন্ড করা হয়েছে। গত দুই দিন (১৩ ও ১৪ ফেব্রুয়ারি) ব্রোকারেজ হাউজে বিনিয়োগকারীরা শেয়ার লেনদেন করতে পারেনি। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র মতে, আলোচিত অর্থ কেলেঙ্কারির অভিযোগে অভিযুক্ত পিকে হালদারের রিলায়েন্স ফাইন্যান্সের সহযোগী প্রতিষ্ঠান রিলায়েন্স ব্রোকারেজ সার্ভিসের লাইসেন্স নবায়ন করতে না পারায় ডিএসই ট্রেড সাসপেন্ড করে। ফলে গত দুই কার্যদিবস যাবত বিনিয়োগকারীরা ব্রোকারেজটিতে কোন লেনদেন করতে পারেনি।
সূত্র জানায়, রিলায়েন্স ব্রোকারেজের লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে গত বছরের (২০২২) ১৫ সেপ্টেম্বর)। গত পাঁচ মাসেও ব্রোকারেজ হাউজটি তাদের স্টক ব্রোকার সনদ নবায়ন করতে পারেনি। জানা গেছে, ব্রোকারেজ হাউজের নাম পরিবর্তন করে আভিভা ইক্যুইটি ম্যানেজমেন্ট নামে সনদ নবায়ন করতে চায় রিলায়েন্স ব্রোকারেজ। তবে প্রতিষ্ঠানটির একজন পরিচালকের সিআইবি রিপোর্ট আপডেট না থাকায় সনদ নবায়ন হয়নি।
আরও পড়ুন: বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বোর্ড সভার তারিখ ঘোষণা
জানা গেছে, রিলায়েন্স ব্রোকারেজ আলোচিত রিলায়েন্স ফাইন্যান্সের সহযোগী প্রতিষ্ঠান। অর্থ কেলেঙ্কারিতে অভিযুক্ত পিকে হালদার ২০০৯ সালে এই রিলায়েন্স ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন। পিকে হালদারের কেলেঙ্কারির পর সম্প্রতি রিলায়েন্স ফাইন্যান্সের নাম পরিবর্তন করে আভিভা ফাইন্যান্স করা হয়। তারই প্রেক্ষিতে কোম্পানিটির সহযোগী রিলায়েন্স ব্রোকারেজের নাম পরিবর্তন করতে গিয়ে বিপাকে পড়ে ব্রোকারেজটির বিনিয়োগকারীরা। আলোচিত এই প্রতিষ্ঠানটির নাম আভিভা ইক্যুইটি ম্যানেজমেন্ট নামে সনদ নবায়ন করতে চায়।
ঢাকা/টিএ