সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৭ খাতে

- আপডেট: ০৫:৩৪:২৪ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩
- / ১০৩৯৭ বার দেখা হয়েছে
সদ্য সমাপ্ত সপ্তাহে (১৯-২৩ ফেব্রুয়ারী) দেশের প্রধান পুঁজিবাজর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৭ খাতে। অন্যদিকে দর বেড়েছে মাত্র ৩টি খাতে। বাকী ৩টি খাতে দর অপরিবর্তিত রয়েছে। লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে কাগজ খাতে। এই খাতে ৮.১৯ শতাংশ দর কমেছে। এরপরে আইটি খাতে ৫.৫৪ শতাংশ এবং সাধারণ বীমা খাতে ৩ দশমিক ২৭ শতাংশ করে দর কমেছে।
আরও পড়ুন: খাতভিত্তিক লেনদেনের শীর্ষে আইটি খাত
তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে ব্যাংক খাতে দশমিক ০.০১ শতাংশ, সিমেন্ট খাতে দশমিক ০৮ শতাংশ, সিরামিক খাতে ২.১৮ শতাংশ, প্রকৌশল খাতে দশমিক ১৭ শতাংশ, খাদ্য খাতে দশমিক ২৭ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে দশমিক ১০ শতাংশ, জীবন বীমা খাতে ১.৬৪ শতাংশ, বিবিধ খাতে দশমিক ৯০ শতাংশ,আর্থিক খাতে দশমিক ০.০৪ শতাংশ, ওষুধ খাতে দশমিক ৪৯ শতাংশ, সেবা-আবাসন খাতে ২.৫৫ শতাংশ, ট্যানারি খাতে ২.৫৬ শতাংশ ও বস্ত্র খাতে দশমিক ৬১ শতাংশ দর কমেছে।
ঢাকা/এসএ