রিয়াদের ফিফটিতে লড়ায়ের পুঁজি পেল মোহামেডান

- আপডেট: ০৪:২৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
- / ১০৪১২ বার দেখা হয়েছে
মাহমুদউল্লাহ রিয়াদ আর সাকিব আল হাসান প্রাণপন চেষ্টার পর লড়ায়ের পুঁজি পেল মোহামেডান। আগের খেলায় বিকেএসপিতে সিটি ক্লাবের বিপক্ষে ৩৪৮ রানের হিমালয়সম স্কোর গড়া মোহামেডান আজ অলআউট হয়ে গেছে ১৯০ রানে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
ফতুল্লার খান সাহেব ওসমানি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমেই বিপাকে পড়ে মোহামেডান। ৪৯ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে দলটি। দলকে সেই চাপ থেকে খানিকটা রক্ষা করেন সাকিব ও মাহমুদউল্লাহ।
৫ রানে জীবন পেয়ে সাকিব খোলসবন্দি ছিলেন সাকিব। বড় ও আক্রমণাত্মক শটস না খেলে ইনিংস সাজাতে মনোযোগী থাকলেন সাকিব। তবে ইনিংস বড় করতে পারেননি তারকা এই ক্রিকেটার। তিন বাউন্ডারির সাথে সাকিব সিঙ্গেল থেকেই নিয়েছেন ১৯ রান। ৪৫ বল খেলে ৩৭ রান করেন তিনি। সাকিব ফিরলেও মাহমুদউল্লাহর ব্যাটে সম্মানজনক স্কোর পায় মোহামেডান। ৬৮ বলে দুই চার ও এক ছক্কায় ৫৮ রান তোলেন তিনি। শেষ দিকে জ্যাক লিনটট ৫২ বলে ২৮ রান করেন।
আরও পড়ুন: প্রাইম ব্যাংকের বিপক্ষে রূপগঞ্জের দাপুটে জয়
‘ফ্যামিলি ইমার্জেন্সির’ কারণে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সাকিব আল হাসান। তবে এর মধ্যেই ডিপিএলের পুরো মৌসুম খেলার কথা জানিয়েছেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর
মোহামেডান: ৪৫.৪ ওভারে ১৯০/১০ (ইমরুল ৭, অংকন ১৪, সৌম্য ৯, মিরাজ ৭, সাকিব ৩৭, রিয়াদ ৫৮, শুভাগত ১২, আরিফুল ৪, লিনটট ২৮, নাজমুল অপু ০; মোহর শেখ ৩/৩৫, রাহাতুল ফেরদৌস জাভেদ ২/৪৮, আনিসুল ইসলাম ইমন ৩/১৫)।
ঢাকা/টিএ