লোকসান কাটিয়ে মুনাফায় রহিমা ফুড

- আপডেট: ০৫:৪৮:০৮ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩
- / ১০৬২৭ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি রহিমা ফুড করপোরেশন লিমিটেড তৃতীয় প্রান্তিক (৩১মার্চ’ ২০২৩) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটি লোকসান থেকে মুনাফায় ফিরেছে।
আজ শনিবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.১৩ টাকা। গত অর্থবছরের একই সময়ে লোকসান হয়েছিল ০.০৬ টাকা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ১ টাকা ৩১ পয়সা।
আরও পড়ুন: নর্দান ইসলামি ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
৩১ মার্চ, ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০ টাকা ৪১ পয়সা।
ঢাকা/টিএ