০৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪

অধিকাংশ ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৩০:০৭ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১
  • / ৪২৫২ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: করোনাভাইরাসের ছোবলে গোটা বিশ্বের অর্থনীতি কঠিন সংকটের মধ্যে পড়েছে। এই মহামারি থেকে বাংলাদেশও নিস্তার পায়নি। এতে নতুন বিনিয়োগ অনেকটাই স্থবির। এ কারণে ব্যাংকগুলোর ঋণে নেই আশানুরূপ প্রবৃদ্ধি। অনেক ব্যাংকে অলস টাকার পাহাড় গড়েছে। তবে এসবের মধ্যেও ভাল পারফর্ম করছে দেশের ব্যাংকিং খাত। চলতি অর্থবছরের (জানুয়ারি-জুন, ২০২১) প্রথমার্ধে দেশের বেশির ভাগ ব্যাংকের পরিচালন মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে।

ব্যাংকখাত সংশ্লিষ্টদের মতে, করোনা পরিস্থিতি থাকলেও আগের অর্থবছরের (২০১৯-২০) শেষ ভাগের মতো আতঙ্ক নেই। আগের বছর দুই মাসেরও বেশী সময় টানা লকডাউনে সব বন্ধ ছিল। কিন্তু গত অর্থবছরে এমন অচলাবস্থার মধ্যে পড়তে হয়নি তেমন। বরং এ সময়ে অর্থনীতিতে পুনরুদ্ধারের একটি ধারা ছিল। আর এরই ইতিবাচক প্রভাব পড়েছে ব্যাংকের পরিচালন মুনাফায়।

তবে ব্যাংকের মুনাফা কাগজে-কলমে দেখানো হয়। এতে দেখা যায়, মন্দ ঋণেরও সুদ মুনাফায় যোগ হয়। অথচ যেখানে আসলও হয়তো উঠে আসবে না। সে কারণে পরিচালন মুনাফা বাড়লেই যে নিট মুনাফা বাড়বে তার কোনো নিশ্চয়তা নেই। কারণ পরিচালন মুনাফা থেকে প্রয়োজনীয় সঞ্চিতি রাখা এবং আয়কর পরিশোধের পরই কেবল নিট মুনাফা নির্ধারিত হবে। তাই কোনো ব্যাংকের পরিচালনা মুনাফা বাড়লেও যদি সঞ্চিতির প্রয়োজনীয়তা তারচেয়ে বেশি হারে বেড়ে থাকে তাহলে ওই ব্যাংকের নিট মুনাফা গত বছরের চেয়েও কম হতে পারে। আবার সঞ্চিতির প্রয়োজন কম হলে কম পরিচালন মুনাফা থেকেও গত বছরের চেয়ে নিট মুনাফা বাড়তে পারে। তাই পরিচালনা মুনাফার তথ্যের উপর ভিত্তি করে পুঁজিবাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত না নেওয়া-ই ভাল।

চলতি অর্থবছরের প্রথমার্ধে (জানুয়ারি-মার্চ, ২০২১) পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩১টি ব্যাংকের মধ্যে গতকাল (০১ জুলাই) পর্যন্ত ১৪টি ব্যাংকের পরিচালন মুনাফার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে প্রতি বছরের মতো এবারও সবচেয়ে বেশি পরিচালন মুনাফা করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। চলতি বছরের প্রথম ছয় মাসে ব্যাংকটির পরিচালন মুনাফা হয়েছে ১ হাজার ২০ কোটি টাকা। গত বছর ছিল ১ হাজার ৭ কোটি টাকা। মুনাফা বেড়েছে ১৩ কোটি টাকা।

পরিচালন মুনাফায় দ্বিতীয় অবস্থানে রয়েছে সাউথইস্ট ব্যাংক। ৬ মাসে ব্যাংকটির পরিচালন মুনাফা হয়েছে ৪৭২ কোটি টাকা। গত বছরের প্রথম ছয় মাসে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ৩৪২ কোটি টাকা। এ হিসেবে ব্যাংকটির পরিচালন মুনাফা বেড়েছে ১৩০ কোটি টাকা।

সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) ২০২১ সালের পরিচালন মুনাফা হয়েছে ২২৭ কোটি টাকা। গত বছর ছিল ১৭৫ কোটি টাকা।

এ বছর প্রথম ছয় মাসে প্রিমিয়ার ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে ৪০৮ কোটি টাকা। গত বছর একই সময়ে ছিল ৩৪৬ কোটি টাকা।

এনআরবি কমার্শিয়াল ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে ১৫০ কোটি টাকা। যা গত বছরের একই সময়ে ছিল ৯১ কোটি টাকা। ব্যাংকটির মুনাফা বেড়েছে ৫৯ কোটি টাকা।

মার্কেন্টাইল ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে ৩৫৮ কোটি টাকা। গত বছর ছিল ২৪৩ কোটি টাকা।

আল-আরাফা ইসলামী ব্যাংকের মুনাফা হয়েছে ৩১০ কোটি টাকা। গত বছরের একই সময়ে ব্যাংকটির মুনাফা ছিল ৩০৫ কোটি টাকা।

এক্সিম ব্যাংকের মুনাফা হয়েছে ৩৪০ কোটি টাকা। যা গত বছরের একই সময়ে ছিল ৩১৭ কোটি টাকা। ব্যাংক এশিয়ার পরিচালন মুনাফা হয়েছে ৪৮৩ কোটি টাকা। গত বছর একই সময়ে ছিল ৩৫৩ কোটি টাকা।

এ বছর ঢাকা ব্যাংকের মুনাফা হয়েছে ৩১০ কোটি টাকা। গত বছরের একই সময়ে ব্যাংকটির মুনাফার পরিমাণ ছিল ২৬৩ কোটি টাকা। ওয়ান ব্যাংকে মুনাফা হয়েছে ২২০ কোটি টাকা। আগের বছর মুনাফা ছিল ১৬৩ কোটি টাকা।

ডাচ বাংলা ব্যাংক এ বছর মুনাফা করেছে ৫০৪ কোটি টাকা। আগের বছর মুনাফা করেছিল ৪০১ কোটি টাকা। যমুনা ব্যাংক মুনাফা করেছে ৩০১ কোটি টাকা। গতবার ব্যাংকটি মুনাফা করেছিল ২৬২ কোটি টাকা।

এনসিসি ব্যাংকের এ বছর প্রথম ছয় মাসে ৩১৫ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে। গত বছর যা ছিল ২৯০ কোটি টাকা। এছাড়া পূবালী ব্যাংকের ৫০৫ কোটি টাক পরিচালন মুনাফা হয়েছে। ২০২০ সালের ষাণ্মাসিকে যা ছিল ৪০০ কোটি টাকা।

এছাড়া, পুঁজিবাজারে আসার প্রক্রিয়ায় থাকা সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে ৮০ কোটি টাকা। আগের বছরে ব্যাংকটির মুনাফা ছিল ৭০ কোটি টাকা। সে হিসাবে ছয় মাসে ব্যাংকটির পরিচালন মুনাফা বেড়েছে ১০ কোটি টাকা।

ঢাকা/এসআর

শেয়ার করুন

x
English Version

অধিকাংশ ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে

আপডেট: ১২:৩০:০৭ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: করোনাভাইরাসের ছোবলে গোটা বিশ্বের অর্থনীতি কঠিন সংকটের মধ্যে পড়েছে। এই মহামারি থেকে বাংলাদেশও নিস্তার পায়নি। এতে নতুন বিনিয়োগ অনেকটাই স্থবির। এ কারণে ব্যাংকগুলোর ঋণে নেই আশানুরূপ প্রবৃদ্ধি। অনেক ব্যাংকে অলস টাকার পাহাড় গড়েছে। তবে এসবের মধ্যেও ভাল পারফর্ম করছে দেশের ব্যাংকিং খাত। চলতি অর্থবছরের (জানুয়ারি-জুন, ২০২১) প্রথমার্ধে দেশের বেশির ভাগ ব্যাংকের পরিচালন মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে।

ব্যাংকখাত সংশ্লিষ্টদের মতে, করোনা পরিস্থিতি থাকলেও আগের অর্থবছরের (২০১৯-২০) শেষ ভাগের মতো আতঙ্ক নেই। আগের বছর দুই মাসেরও বেশী সময় টানা লকডাউনে সব বন্ধ ছিল। কিন্তু গত অর্থবছরে এমন অচলাবস্থার মধ্যে পড়তে হয়নি তেমন। বরং এ সময়ে অর্থনীতিতে পুনরুদ্ধারের একটি ধারা ছিল। আর এরই ইতিবাচক প্রভাব পড়েছে ব্যাংকের পরিচালন মুনাফায়।

তবে ব্যাংকের মুনাফা কাগজে-কলমে দেখানো হয়। এতে দেখা যায়, মন্দ ঋণেরও সুদ মুনাফায় যোগ হয়। অথচ যেখানে আসলও হয়তো উঠে আসবে না। সে কারণে পরিচালন মুনাফা বাড়লেই যে নিট মুনাফা বাড়বে তার কোনো নিশ্চয়তা নেই। কারণ পরিচালন মুনাফা থেকে প্রয়োজনীয় সঞ্চিতি রাখা এবং আয়কর পরিশোধের পরই কেবল নিট মুনাফা নির্ধারিত হবে। তাই কোনো ব্যাংকের পরিচালনা মুনাফা বাড়লেও যদি সঞ্চিতির প্রয়োজনীয়তা তারচেয়ে বেশি হারে বেড়ে থাকে তাহলে ওই ব্যাংকের নিট মুনাফা গত বছরের চেয়েও কম হতে পারে। আবার সঞ্চিতির প্রয়োজন কম হলে কম পরিচালন মুনাফা থেকেও গত বছরের চেয়ে নিট মুনাফা বাড়তে পারে। তাই পরিচালনা মুনাফার তথ্যের উপর ভিত্তি করে পুঁজিবাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত না নেওয়া-ই ভাল।

চলতি অর্থবছরের প্রথমার্ধে (জানুয়ারি-মার্চ, ২০২১) পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩১টি ব্যাংকের মধ্যে গতকাল (০১ জুলাই) পর্যন্ত ১৪টি ব্যাংকের পরিচালন মুনাফার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে প্রতি বছরের মতো এবারও সবচেয়ে বেশি পরিচালন মুনাফা করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। চলতি বছরের প্রথম ছয় মাসে ব্যাংকটির পরিচালন মুনাফা হয়েছে ১ হাজার ২০ কোটি টাকা। গত বছর ছিল ১ হাজার ৭ কোটি টাকা। মুনাফা বেড়েছে ১৩ কোটি টাকা।

পরিচালন মুনাফায় দ্বিতীয় অবস্থানে রয়েছে সাউথইস্ট ব্যাংক। ৬ মাসে ব্যাংকটির পরিচালন মুনাফা হয়েছে ৪৭২ কোটি টাকা। গত বছরের প্রথম ছয় মাসে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ৩৪২ কোটি টাকা। এ হিসেবে ব্যাংকটির পরিচালন মুনাফা বেড়েছে ১৩০ কোটি টাকা।

সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) ২০২১ সালের পরিচালন মুনাফা হয়েছে ২২৭ কোটি টাকা। গত বছর ছিল ১৭৫ কোটি টাকা।

এ বছর প্রথম ছয় মাসে প্রিমিয়ার ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে ৪০৮ কোটি টাকা। গত বছর একই সময়ে ছিল ৩৪৬ কোটি টাকা।

এনআরবি কমার্শিয়াল ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে ১৫০ কোটি টাকা। যা গত বছরের একই সময়ে ছিল ৯১ কোটি টাকা। ব্যাংকটির মুনাফা বেড়েছে ৫৯ কোটি টাকা।

মার্কেন্টাইল ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে ৩৫৮ কোটি টাকা। গত বছর ছিল ২৪৩ কোটি টাকা।

আল-আরাফা ইসলামী ব্যাংকের মুনাফা হয়েছে ৩১০ কোটি টাকা। গত বছরের একই সময়ে ব্যাংকটির মুনাফা ছিল ৩০৫ কোটি টাকা।

এক্সিম ব্যাংকের মুনাফা হয়েছে ৩৪০ কোটি টাকা। যা গত বছরের একই সময়ে ছিল ৩১৭ কোটি টাকা। ব্যাংক এশিয়ার পরিচালন মুনাফা হয়েছে ৪৮৩ কোটি টাকা। গত বছর একই সময়ে ছিল ৩৫৩ কোটি টাকা।

এ বছর ঢাকা ব্যাংকের মুনাফা হয়েছে ৩১০ কোটি টাকা। গত বছরের একই সময়ে ব্যাংকটির মুনাফার পরিমাণ ছিল ২৬৩ কোটি টাকা। ওয়ান ব্যাংকে মুনাফা হয়েছে ২২০ কোটি টাকা। আগের বছর মুনাফা ছিল ১৬৩ কোটি টাকা।

ডাচ বাংলা ব্যাংক এ বছর মুনাফা করেছে ৫০৪ কোটি টাকা। আগের বছর মুনাফা করেছিল ৪০১ কোটি টাকা। যমুনা ব্যাংক মুনাফা করেছে ৩০১ কোটি টাকা। গতবার ব্যাংকটি মুনাফা করেছিল ২৬২ কোটি টাকা।

এনসিসি ব্যাংকের এ বছর প্রথম ছয় মাসে ৩১৫ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে। গত বছর যা ছিল ২৯০ কোটি টাকা। এছাড়া পূবালী ব্যাংকের ৫০৫ কোটি টাক পরিচালন মুনাফা হয়েছে। ২০২০ সালের ষাণ্মাসিকে যা ছিল ৪০০ কোটি টাকা।

এছাড়া, পুঁজিবাজারে আসার প্রক্রিয়ায় থাকা সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে ৮০ কোটি টাকা। আগের বছরে ব্যাংকটির মুনাফা ছিল ৭০ কোটি টাকা। সে হিসাবে ছয় মাসে ব্যাংকটির পরিচালন মুনাফা বেড়েছে ১০ কোটি টাকা।

ঢাকা/এসআর