০১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪

অবশেষে সম্পন্ন হলো বেক্সিমকো গ্রীন সুকুক বন্ডের সাবস্ক্রিপশন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:০৫:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১
  • / ৪১৬৪ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের সর্বপ্রথম শরিয়াহভিত্তিক করপোরেট সুকুক ‘বেক্সিমকো গ্রীন সুকুক আল-ইসতিসনা’র সাবস্ক্রিপশন সম্পন্ন হয়েছে। সুকুকটির ইস্যু ম্যানেজার সিটি ব্যাংক কেপিটাল রিসোর্সের লিমিটেড এবং ট্রাস্টি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রমতে, সাধারণ বিনিয়োগকারীরা এর আগে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে ৭৫০ কোটি টাকার অফারের মাত্র ৫৬ শতাংশ সাবস্ক্রাইব করেছিল।

সুকুকটির সাবস্ক্রিপশনের প্যাটার্ন সম্পর্কে ইস্যু ম্যানেজার বলেন, সাবস্ক্রিপশনের ৭০ শতাংশ সরকারি ও বেসরকারি ব্যাংক থেকে এসেছে। এরমধ্যে রয়েছে কর্পোরেট বিনিয়োগকারী এবং মিউচুয়াল ফান্ড।

সুকুকের ইস্যু ম্যানেজার সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এরশাদ হোসেন বলেন, সাধারণ বিনিয়োগকারীরা প্রায় ২ শতাংশ সাবস্ক্রাইব করেছেন এবং বেক্সিমকো শেয়ারহোল্ডাররা ১ শতাংশ শেয়ার সাবস্ক্রাইব করেছেন।

চলতি বছরের ২৩ জুন বেক্সিমকো লিমিটেড পাঁচ বছরের মেয়াদের জন্য ৩ হাজার কোটি টাকার সুকুক বন্ড চালু করার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে অনুমোদন পায়।

মোট অর্থের মধ্যে তালিকাভুক্ত কোম্পানি ২ হাজার ২৫৯ কোটি টাকার সুকুক ইউনিট সাবস্ক্রাইব করার কথা ছিল। যার মধ্যে ৭৫০ কোটি টাকা কোম্পানির বিদ্যমান শেয়ারহোল্ডার এবং ১ হাজার ৫০০ কোটি টাকা অন্যান্য বিনিয়োগকারী।

সুকুকের সাবস্ক্রিপশন ১৭-২৩ আগস্ট পর্যন্ত নির্ধারিত ছিল। কিন্তু পাবলিক অফারের আন্ডার-সাবস্ক্রিপশনের কারণে বিএসইসি অফারের মেয়াদ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করে।

১০০ টাকা অভিহিত মূল্যের সুকুক ইউনিটগুলিকে ৫০ ইউনিট বা গুণিতকে সাবস্ক্রাইব করার বিধান করা হয় যার পরিমাণ ন্যুনতম ৫ হাজার টাকা।

সুকুকের মাধ্যমে সংগ্রহীত ৩ হাজার কোটি টাকা বেক্সিমকো লিমিটেডের সাবসিডিয়ারি তিস্তা সোলার লিমিটেড ও করতোয়া সোলার লিমিটেডের নির্মাণকাজে ব্যয় করা হবে।

এছাড়া বেক্সিমকোর বস্ত্র খাতের ব্যবসা সম্প্রসারণে প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনা এবং পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণ নিশ্চিত করতে এই অর্থ ব্যবহার করা হবে।

সুকুকের মেয়াদ হবে পাঁচ বছর। ৯ শতাংশ ভিত্তিমূল্যের সঙ্গে মার্জিন যোগ করে ছয় মাস অন্তর বন্ডটিতে বিনিয়োগের বিপরীতে রিটার্ন দেয়া হবে।

বিনিয়োগকারীরা সুকুককে পাঁচ বছরের মেয়াদে বেক্সিমকো শেয়ারে রূপান্তর করতে পারবে।

ঢাকা/এসআর

শেয়ার করুন

x

অবশেষে সম্পন্ন হলো বেক্সিমকো গ্রীন সুকুক বন্ডের সাবস্ক্রিপশন

আপডেট: ১২:০৫:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের সর্বপ্রথম শরিয়াহভিত্তিক করপোরেট সুকুক ‘বেক্সিমকো গ্রীন সুকুক আল-ইসতিসনা’র সাবস্ক্রিপশন সম্পন্ন হয়েছে। সুকুকটির ইস্যু ম্যানেজার সিটি ব্যাংক কেপিটাল রিসোর্সের লিমিটেড এবং ট্রাস্টি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রমতে, সাধারণ বিনিয়োগকারীরা এর আগে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে ৭৫০ কোটি টাকার অফারের মাত্র ৫৬ শতাংশ সাবস্ক্রাইব করেছিল।

সুকুকটির সাবস্ক্রিপশনের প্যাটার্ন সম্পর্কে ইস্যু ম্যানেজার বলেন, সাবস্ক্রিপশনের ৭০ শতাংশ সরকারি ও বেসরকারি ব্যাংক থেকে এসেছে। এরমধ্যে রয়েছে কর্পোরেট বিনিয়োগকারী এবং মিউচুয়াল ফান্ড।

সুকুকের ইস্যু ম্যানেজার সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এরশাদ হোসেন বলেন, সাধারণ বিনিয়োগকারীরা প্রায় ২ শতাংশ সাবস্ক্রাইব করেছেন এবং বেক্সিমকো শেয়ারহোল্ডাররা ১ শতাংশ শেয়ার সাবস্ক্রাইব করেছেন।

চলতি বছরের ২৩ জুন বেক্সিমকো লিমিটেড পাঁচ বছরের মেয়াদের জন্য ৩ হাজার কোটি টাকার সুকুক বন্ড চালু করার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে অনুমোদন পায়।

মোট অর্থের মধ্যে তালিকাভুক্ত কোম্পানি ২ হাজার ২৫৯ কোটি টাকার সুকুক ইউনিট সাবস্ক্রাইব করার কথা ছিল। যার মধ্যে ৭৫০ কোটি টাকা কোম্পানির বিদ্যমান শেয়ারহোল্ডার এবং ১ হাজার ৫০০ কোটি টাকা অন্যান্য বিনিয়োগকারী।

সুকুকের সাবস্ক্রিপশন ১৭-২৩ আগস্ট পর্যন্ত নির্ধারিত ছিল। কিন্তু পাবলিক অফারের আন্ডার-সাবস্ক্রিপশনের কারণে বিএসইসি অফারের মেয়াদ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করে।

১০০ টাকা অভিহিত মূল্যের সুকুক ইউনিটগুলিকে ৫০ ইউনিট বা গুণিতকে সাবস্ক্রাইব করার বিধান করা হয় যার পরিমাণ ন্যুনতম ৫ হাজার টাকা।

সুকুকের মাধ্যমে সংগ্রহীত ৩ হাজার কোটি টাকা বেক্সিমকো লিমিটেডের সাবসিডিয়ারি তিস্তা সোলার লিমিটেড ও করতোয়া সোলার লিমিটেডের নির্মাণকাজে ব্যয় করা হবে।

এছাড়া বেক্সিমকোর বস্ত্র খাতের ব্যবসা সম্প্রসারণে প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনা এবং পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণ নিশ্চিত করতে এই অর্থ ব্যবহার করা হবে।

সুকুকের মেয়াদ হবে পাঁচ বছর। ৯ শতাংশ ভিত্তিমূল্যের সঙ্গে মার্জিন যোগ করে ছয় মাস অন্তর বন্ডটিতে বিনিয়োগের বিপরীতে রিটার্ন দেয়া হবে।

বিনিয়োগকারীরা সুকুককে পাঁচ বছরের মেয়াদে বেক্সিমকো শেয়ারে রূপান্তর করতে পারবে।

ঢাকা/এসআর