০৭:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪

অর্থমন্ত্রণালয়ে ফলপ্রসু বৈঠক হলেও কোন সিদ্ধান্ত আসেনি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:০০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১
  • / ৪১০৯ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: শেয়ারবাজার নি‌য়ে অর্থ মন্ত্রণালয়, বাংলা‌দেশ ব‌্যাংক এবং বিএসইসির বৈঠকে ক্লিয়ার কোনো সিদ্ধান্ত হয়নি। তবে বৈঠকে ইতিবাচক আলোচনা হয়েছে। আগামী বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। এমটাই জানিয়েছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব এবং শেয়ারবাজার কার্যক্রম সমন্বয় ও তদারকি কমিটির আহ্বায়ক মফিজ উদ্দীন আহমেদ।

মঙ্গলবার বেলা ১১টার দিকে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রতীক্ষিত এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ব্যাংক, বিএসইসি, এনবিআর, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) মনোনীত প্রতিনিধিসহ অর্থ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বেলা সোয়া দুইটার পর বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংক বা বিএসইসির পক্ষে উপস্থিত কর্মকর্তারা কিছু বলেননি। তারা বলেন, এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলবেন।

শেয়ারবাজার তদারকি কমিটির আহ্বায়ক ও অর্থ মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব মফিজ উদ্দীন আহমেদ ব‌লেন, শেয়ারবাজার নিয়ে কেন্দ্রীয় ব্যাংক ও শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সা‌থে যে বৈঠক হ‌য়ে‌ছে, এতে ইতিবাচক আলোচনা হ‌য়ে‌ছে। ত‌বে বিষয় গু‌লো নি‌য়ে সিদ্ধান্ত নি‌তে আরও এক‌টি বৈঠক কর‌তে হ‌বে। সেই বৈঠকের পরেই ‘দৃশ্যমান কিছু দেখা যাবে।’

তিনি বলেন, ২০১৯ সালে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে যেসব আলোচনা হয়েছিল, তার বাস্তবায়ন অগ্রগতি নিয়ে কথা হয়েছে। এখন চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসা যায়নি। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও একটি বৈঠক করতে হবে। সেটি চলতি মাসে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে অনু‌ষ্ঠিত হ‌বে। ওই বৈঠকে শেয়ারবাজারের জন্য দৃশ্যমান কিছু দেখা যাবে।’

তিনি বলেন, ‘দীর্ঘ সময় বিরতির পর আমাদের মধ্যে এই বৈঠক হয়েছে। আমাদের আলোচনায় তথ্য উপাত্তের বেশ কিছু ঘাটতি ছিল যা আলোচনায় উঠে এসেছে। এ কারণে আরও একটি বৈঠক করতে হবে।’

তিনি আরও বলেনম শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগসীমা বা এক্সপোজার লিমিট গণনা পদ্ধতি আর বন্ডে বিনিয়োগ এই সীমার বাইরে থাকবে কি না- বিষয়‌টি খুবই সেনসিটিভ ইস্যু। এ ব্যাপারে এখনই কোনো কথা বলতে চাইছি না। এর জন্য আপনাদেরকে পরবর্তী বৈঠকের জন্য অপেক্ষা করতে হবে।

ঢাকা/এসআর

শেয়ার করুন

x

অর্থমন্ত্রণালয়ে ফলপ্রসু বৈঠক হলেও কোন সিদ্ধান্ত আসেনি

আপডেট: ০৫:০০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: শেয়ারবাজার নি‌য়ে অর্থ মন্ত্রণালয়, বাংলা‌দেশ ব‌্যাংক এবং বিএসইসির বৈঠকে ক্লিয়ার কোনো সিদ্ধান্ত হয়নি। তবে বৈঠকে ইতিবাচক আলোচনা হয়েছে। আগামী বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। এমটাই জানিয়েছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব এবং শেয়ারবাজার কার্যক্রম সমন্বয় ও তদারকি কমিটির আহ্বায়ক মফিজ উদ্দীন আহমেদ।

মঙ্গলবার বেলা ১১টার দিকে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রতীক্ষিত এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ব্যাংক, বিএসইসি, এনবিআর, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) মনোনীত প্রতিনিধিসহ অর্থ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বেলা সোয়া দুইটার পর বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংক বা বিএসইসির পক্ষে উপস্থিত কর্মকর্তারা কিছু বলেননি। তারা বলেন, এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলবেন।

শেয়ারবাজার তদারকি কমিটির আহ্বায়ক ও অর্থ মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব মফিজ উদ্দীন আহমেদ ব‌লেন, শেয়ারবাজার নিয়ে কেন্দ্রীয় ব্যাংক ও শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সা‌থে যে বৈঠক হ‌য়ে‌ছে, এতে ইতিবাচক আলোচনা হ‌য়ে‌ছে। ত‌বে বিষয় গু‌লো নি‌য়ে সিদ্ধান্ত নি‌তে আরও এক‌টি বৈঠক কর‌তে হ‌বে। সেই বৈঠকের পরেই ‘দৃশ্যমান কিছু দেখা যাবে।’

তিনি বলেন, ২০১৯ সালে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে যেসব আলোচনা হয়েছিল, তার বাস্তবায়ন অগ্রগতি নিয়ে কথা হয়েছে। এখন চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসা যায়নি। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও একটি বৈঠক করতে হবে। সেটি চলতি মাসে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে অনু‌ষ্ঠিত হ‌বে। ওই বৈঠকে শেয়ারবাজারের জন্য দৃশ্যমান কিছু দেখা যাবে।’

তিনি বলেন, ‘দীর্ঘ সময় বিরতির পর আমাদের মধ্যে এই বৈঠক হয়েছে। আমাদের আলোচনায় তথ্য উপাত্তের বেশ কিছু ঘাটতি ছিল যা আলোচনায় উঠে এসেছে। এ কারণে আরও একটি বৈঠক করতে হবে।’

তিনি আরও বলেনম শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগসীমা বা এক্সপোজার লিমিট গণনা পদ্ধতি আর বন্ডে বিনিয়োগ এই সীমার বাইরে থাকবে কি না- বিষয়‌টি খুবই সেনসিটিভ ইস্যু। এ ব্যাপারে এখনই কোনো কথা বলতে চাইছি না। এর জন্য আপনাদেরকে পরবর্তী বৈঠকের জন্য অপেক্ষা করতে হবে।

ঢাকা/এসআর