০৭:১৬ অপরাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪

আইপিওর অর্থ ব্যবহারের সুযোগ পেলেও বাজেয়াপ্ত হচ্ছে প্লেসমেন্ট শেয়ার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:১৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১
  • / ৪১৬০ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রিং শাইন টেক্সটাইলস লিমিটেডের প্লেসমেন্ট শেয়ার বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আগে প্রাইভেট অফারের মাধ্যমে উত্তোলিত মূলধনের বিপরীতে যেসব বিনিয়োগকারী টাকা দেননি, সেসব শেয়ার এবং এগুলোর বিপরীতে ইস্যু করা বোনাস শেয়ার বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পাশাপাশি এই অর্থ কোম্পানিটির পরিশোধিত মূলধন থেকে বাদ দেয়ার সিদ্ধান্তও নিয়েছে কমিশন। গতকাল বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৭৭৪তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

কমিশন সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রিং শাইন টেক্সটাইলসকে অব্যবহূত আইপিও তহবিল থেকে ৪০ কোটি টাকা ব্যয় করার অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে শ্রমিক ছাঁটাই বাবদ ১৫ কোটি টাকা, বেপজার পাওনা ৩ কোটি, তিতাস গ্যাসের পাওনা সাড়ে ৩ কোটি, প্রিমিয়ার ব্যাংকের ১০ কোটি ও ঢাকা ব্যাংকের ৬ কোটি টাকার ঋণ পরিশোধ এবং বিবিধ খাতে আড়াই কোটি টাকা ব্যয় করা হবে।

এ তহবিল ব্যবহারের ক্ষেত্রে আইপিও প্রসপেক্টাসে বর্ণিত তহবিল ব্যয় পরিকল্পনায় পরিবর্তন ও সংশোধনের বিষয়ে কমিশন অনুমোদন দিয়েছে। এছাড়া আইপিওর তহবিল ব্যয় পরিকল্পনায় পরিবর্তনের বিষয়টি ৫১ শতাংশ শেয়ারহোল্ডারের উপস্থিতিতে সাধারণ সভার মাধ্যমে ভূতাপেক্ষ অনুমোদন গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

ঢাকা/এসআর

শেয়ার করুন

x
English Version

আইপিওর অর্থ ব্যবহারের সুযোগ পেলেও বাজেয়াপ্ত হচ্ছে প্লেসমেন্ট শেয়ার

আপডেট: ০১:১৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রিং শাইন টেক্সটাইলস লিমিটেডের প্লেসমেন্ট শেয়ার বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আগে প্রাইভেট অফারের মাধ্যমে উত্তোলিত মূলধনের বিপরীতে যেসব বিনিয়োগকারী টাকা দেননি, সেসব শেয়ার এবং এগুলোর বিপরীতে ইস্যু করা বোনাস শেয়ার বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পাশাপাশি এই অর্থ কোম্পানিটির পরিশোধিত মূলধন থেকে বাদ দেয়ার সিদ্ধান্তও নিয়েছে কমিশন। গতকাল বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৭৭৪তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

কমিশন সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রিং শাইন টেক্সটাইলসকে অব্যবহূত আইপিও তহবিল থেকে ৪০ কোটি টাকা ব্যয় করার অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে শ্রমিক ছাঁটাই বাবদ ১৫ কোটি টাকা, বেপজার পাওনা ৩ কোটি, তিতাস গ্যাসের পাওনা সাড়ে ৩ কোটি, প্রিমিয়ার ব্যাংকের ১০ কোটি ও ঢাকা ব্যাংকের ৬ কোটি টাকার ঋণ পরিশোধ এবং বিবিধ খাতে আড়াই কোটি টাকা ব্যয় করা হবে।

এ তহবিল ব্যবহারের ক্ষেত্রে আইপিও প্রসপেক্টাসে বর্ণিত তহবিল ব্যয় পরিকল্পনায় পরিবর্তন ও সংশোধনের বিষয়ে কমিশন অনুমোদন দিয়েছে। এছাড়া আইপিওর তহবিল ব্যয় পরিকল্পনায় পরিবর্তনের বিষয়টি ৫১ শতাংশ শেয়ারহোল্ডারের উপস্থিতিতে সাধারণ সভার মাধ্যমে ভূতাপেক্ষ অনুমোদন গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

ঢাকা/এসআর