১১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪

আমরা টেকনোলজিসের ৮০ শতাংশ ব্যান্ডউইডথ বন্ধ করলো বিটিআরসি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:০৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪
  • / ৪১৮৯ বার দেখা হয়েছে

ফাইল ফোট

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) কোম্পানি আমরা টেকনোলজিস লিমিটেডের প্রায় ৮০ শতাংশ ব্যান্ডউইডথ ব্লক করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিটিআরসি সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সূত্র জানায়, আমরা টেকনোলজিস কাছে ২২ কোটি টাকার বেশি পাওনা রয়েছে বিটিআরসির। আর তারা ঋণ পরিশোধের বেশ কয়েকটি কিস্তি দিতে ব্যর্থ হয়েছে। বিটিআরসি তাদেরকে জানিয়েছে, অন্তত ১০ কোটি টাকা দিয়ে বাকি টাকা কিস্তিতে দিতে হবে।

সংস্থাটির তরফ থেকে আরও জানানো হয়েছে, বারবার তাদের বকেয়া পরিশোধ করতে বলার পরেও, তারা ব্যর্থ হয়েছে । আমরা টেকনোলজিস যদি পাওনা দিতে ব্যর্থ হয়, তাহলে বিটিআরসি সেখানে প্রশাসক বসানোর কথাও চিন্তা করছে।

এর আগে, আইআইজি কোম্পানির বাকি থাকা বকেয়া আদায় করতে ব্যান্ডউইডথ সেবা সীমিত করে দিয়েছিল সাবমেরিন কেব্‌ল কোম্পানি। আর সেখানেও আমরা টেকনোলজিসের কাছে পাওনা বাকি ছিল।

আরও পড়ুন: সাত কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

গত বছরের জুলাই মাসে ৩৩ কোটি টাকা বকেয়া বাকি থাকার জন্য কমিশন আমরার ৫০ শতাংশ ব্যান্ডউইথ ব্লক করে। পরে ওই নির্দেশনা প্রত্যাহার করা হয়। আমরা টেকনোলজিস মোবাইল অপারেটরগুলো সহ বিভিন্ন ক্লায়েন্টকে ব্যান্ডউইথ সরবরাহ করে থাকে।

তবে গত বছরের ব্যান্ডউইডথ সীমিত করে দেয়ার পর অপারেটররা আমরা থেকে ব্যান্ডউইথ নেওয়া বন্ধ করে দেয়।

ঢাকা/কেএ

শেয়ার করুন

x
English Version

আমরা টেকনোলজিসের ৮০ শতাংশ ব্যান্ডউইডথ বন্ধ করলো বিটিআরসি

আপডেট: ০৬:০৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) কোম্পানি আমরা টেকনোলজিস লিমিটেডের প্রায় ৮০ শতাংশ ব্যান্ডউইডথ ব্লক করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিটিআরসি সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সূত্র জানায়, আমরা টেকনোলজিস কাছে ২২ কোটি টাকার বেশি পাওনা রয়েছে বিটিআরসির। আর তারা ঋণ পরিশোধের বেশ কয়েকটি কিস্তি দিতে ব্যর্থ হয়েছে। বিটিআরসি তাদেরকে জানিয়েছে, অন্তত ১০ কোটি টাকা দিয়ে বাকি টাকা কিস্তিতে দিতে হবে।

সংস্থাটির তরফ থেকে আরও জানানো হয়েছে, বারবার তাদের বকেয়া পরিশোধ করতে বলার পরেও, তারা ব্যর্থ হয়েছে । আমরা টেকনোলজিস যদি পাওনা দিতে ব্যর্থ হয়, তাহলে বিটিআরসি সেখানে প্রশাসক বসানোর কথাও চিন্তা করছে।

এর আগে, আইআইজি কোম্পানির বাকি থাকা বকেয়া আদায় করতে ব্যান্ডউইডথ সেবা সীমিত করে দিয়েছিল সাবমেরিন কেব্‌ল কোম্পানি। আর সেখানেও আমরা টেকনোলজিসের কাছে পাওনা বাকি ছিল।

আরও পড়ুন: সাত কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

গত বছরের জুলাই মাসে ৩৩ কোটি টাকা বকেয়া বাকি থাকার জন্য কমিশন আমরার ৫০ শতাংশ ব্যান্ডউইথ ব্লক করে। পরে ওই নির্দেশনা প্রত্যাহার করা হয়। আমরা টেকনোলজিস মোবাইল অপারেটরগুলো সহ বিভিন্ন ক্লায়েন্টকে ব্যান্ডউইথ সরবরাহ করে থাকে।

তবে গত বছরের ব্যান্ডউইডথ সীমিত করে দেয়ার পর অপারেটররা আমরা থেকে ব্যান্ডউইথ নেওয়া বন্ধ করে দেয়।

ঢাকা/কেএ