১২:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪

আরিচা-কাজিরহাট নৌপথে ২৩ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:২২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩
  • / ৪১৬১ বার দেখা হয়েছে

ফাইল ফটো

নাব্যতা সংকটে আরিচা-কাজিরহাট নৌরুটে ২৩ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে মালবাহী ট্রাকসহ প্রায় চার শতাধিক যানবাহন উভয় ঘাটে আটকা রয়েছে। এতে দুভোর্গে পড়েছেন এ রুটের সহস্রাধিক যাত্রী ও যানবাহনের শ্রমিক।

শুক্রবার (২৫ আগস্ট) সকাল ৮টা থেকে আজ শনিবার (২৬ আগস্ট) সকাল ৭টা পর্যন্ত ২৩ ঘণ্টা এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিআইডব্লিউটিসি জানায়, ওই রুটে ৫টি ফেরি উভয় ঘাট এলাকায় আটকা পড়েছে। এতে উভয় ঘাটে বিভিন্ন মালামাল নিয়ে আটকে রয়েছে ছোট-বড় চার শতাধিক যানবাহন। এতে চরম ভোগান্তীতে পড়েছেন এ রুটের সহস্রাধিক যাত্রী ও যানবাহনের শ্রমিক। তবে নিরুপায় হয়ে অনেকেই বিকল্প রাস্তায় গন্তব্যে যেতে বাধ্য হচ্ছেন।

বিআইডব্লিউটিসির আরিচা ডিজিএম খালেদ নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নাব্যতা সঙ্কটের কারণে শুক্রবার সকাল ৮টার দিকে ফেরি সুফিয়া কামাল কাজিরহাট থেকে ছেড়ে আরিচা আসার পথে ডুবোচরে আটকে পড়ে। এর পর পর আটকা পড়ে অন্যান্য ফেরিও। এতে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। তাই ওই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ২৩ ঘণ্টা পর শনিবার সকাল ৭টা পর্যন্তও ওই রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

আরও পড়ুন: তিস্তার পানি বেড়ে বিপদসীমার ১০ সেন্টিমিটার ওপরে

বিআইডব্লিউটি এর ড্রেজিং ইউনিট সূত্র জানায়, পলি অপসারণে ঘাট এলাকায় ৫টি ড্রেজার মোতায়েন রয়েছে। প্রবল স্রোতের কারণে ড্রেজিং করা চ্যানেল পুনরায় ভরাট হচ্ছে। শুষ্ক মৌসুমে ১০ ফুট নাব্যতা থাকে এমন লক্ষ্যমাত্রায় ড্রেজিং করা হয়। বড় ফেরি চলাচলের জন্য কমপক্ষে ৮-৯ ফুট নাব্যতা দরকার।

আরিচা-কাজিরহাট নৌরুটের আরিচা ঘাটে কাছে, চরশিবালয় পয়েন্টে চলতি বছর বর্ষার ভরা মৌসুম থেকেই নাব্যতা সঙ্কট দেখা দিয়েছে। এরপরও বিভিন্ন সময়ে একাধিকবার ডুবোচরে ধাক্কা খেয়ে ফেরি চলাচল করছে। নাব্যতা সঙ্কটের কারণে সাধারণ মানুষ এ নৌরুটে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

ঢাকা/টিএ

শেয়ার করুন

x
English Version

আরিচা-কাজিরহাট নৌপথে ২৩ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ

আপডেট: ১১:২২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩

নাব্যতা সংকটে আরিচা-কাজিরহাট নৌরুটে ২৩ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে মালবাহী ট্রাকসহ প্রায় চার শতাধিক যানবাহন উভয় ঘাটে আটকা রয়েছে। এতে দুভোর্গে পড়েছেন এ রুটের সহস্রাধিক যাত্রী ও যানবাহনের শ্রমিক।

শুক্রবার (২৫ আগস্ট) সকাল ৮টা থেকে আজ শনিবার (২৬ আগস্ট) সকাল ৭টা পর্যন্ত ২৩ ঘণ্টা এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিআইডব্লিউটিসি জানায়, ওই রুটে ৫টি ফেরি উভয় ঘাট এলাকায় আটকা পড়েছে। এতে উভয় ঘাটে বিভিন্ন মালামাল নিয়ে আটকে রয়েছে ছোট-বড় চার শতাধিক যানবাহন। এতে চরম ভোগান্তীতে পড়েছেন এ রুটের সহস্রাধিক যাত্রী ও যানবাহনের শ্রমিক। তবে নিরুপায় হয়ে অনেকেই বিকল্প রাস্তায় গন্তব্যে যেতে বাধ্য হচ্ছেন।

বিআইডব্লিউটিসির আরিচা ডিজিএম খালেদ নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নাব্যতা সঙ্কটের কারণে শুক্রবার সকাল ৮টার দিকে ফেরি সুফিয়া কামাল কাজিরহাট থেকে ছেড়ে আরিচা আসার পথে ডুবোচরে আটকে পড়ে। এর পর পর আটকা পড়ে অন্যান্য ফেরিও। এতে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। তাই ওই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ২৩ ঘণ্টা পর শনিবার সকাল ৭টা পর্যন্তও ওই রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

আরও পড়ুন: তিস্তার পানি বেড়ে বিপদসীমার ১০ সেন্টিমিটার ওপরে

বিআইডব্লিউটি এর ড্রেজিং ইউনিট সূত্র জানায়, পলি অপসারণে ঘাট এলাকায় ৫টি ড্রেজার মোতায়েন রয়েছে। প্রবল স্রোতের কারণে ড্রেজিং করা চ্যানেল পুনরায় ভরাট হচ্ছে। শুষ্ক মৌসুমে ১০ ফুট নাব্যতা থাকে এমন লক্ষ্যমাত্রায় ড্রেজিং করা হয়। বড় ফেরি চলাচলের জন্য কমপক্ষে ৮-৯ ফুট নাব্যতা দরকার।

আরিচা-কাজিরহাট নৌরুটের আরিচা ঘাটে কাছে, চরশিবালয় পয়েন্টে চলতি বছর বর্ষার ভরা মৌসুম থেকেই নাব্যতা সঙ্কট দেখা দিয়েছে। এরপরও বিভিন্ন সময়ে একাধিকবার ডুবোচরে ধাক্কা খেয়ে ফেরি চলাচল করছে। নাব্যতা সঙ্কটের কারণে সাধারণ মানুষ এ নৌরুটে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

ঢাকা/টিএ