১১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪

আর্জেন্টিনার এশিয়া সফরের প্রতিপক্ষ কারা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
  • / ৪১৮৭ বার দেখা হয়েছে

তিন তারকা জার্সিতে লিওনেল মেসির আর্জেন্টিনার প্রথম দুই ম্যাচ ভুলে যাননি নিশ্চয়ই! ভোলার কথাও নয়। যেভাবে আর্জেন্টাইনরা বিশ্বকাপজয়ী দলটাকে অভিবাদন জানিয়েছিল, মেসিরা তো বটেই, যেকোনো আর্জেন্টাইন সমর্থকদের জন্যও ভোলা কঠিন।

বিশ্বকাপের পর পানামা ও কুরাসাওয়ের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল তারা। যা পরিণত হয়েছিল উৎসবের মঞ্চে। আবারও প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। চূড়ান্ত হয়েছে ম্যাচ দুটির প্রতিপক্ষ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব শুরুর আগে এশিয়া সফর করবে লিওনেল স্কালোনির দল। সেখানে চীনের বেইজিংয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলবে আর্জেন্টিনা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের সম্ভাব্য তারিখ ১৫ জুন।

পরের ম্যাচের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া। এই ম্যাচের সম্ভাব্য তারিখ ১৮ কিংবা ১৯ জুন। এর আগে টিওয়াইসি স্পোর্টস জানিয়েছিল, আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া কিংবা চীন যেকোনো দল হতে পারে। চীনা ফুটবল ফেডারেশনের সঙ্গে প্রতিপক্ষ হওয়া বিষয়ে আলোচনা সফল না হলেও দেশটির মাটিতে খেলা আয়োজনে সম্মত হয়েছে দুই পক্ষ।

অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার বিপক্ষে দুই ম্যাচের পর ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব অভিযান শুরু করবে আর্জেন্টিনা। বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হবে আগামী সেপ্টেম্বরে।

আরও পড়ুন: ২০২৬ বিশ্বকাপের লোগো উন্মোচন

গত বছর বিশ্বকাপ জেতার পর আর্জেন্টিনা প্রথম মাঠে নামে গত মার্চে। ঘরের মাটিতে অনুষ্ঠিত ম্যাচ দুটিতে পানামা ও কুরাসাওকে উড়িয়ে দেয় মেসির দল। প্রথম ম্যাচে পানামাকে ২-০ গোলে হারানোর পর কুরাসাওকে হারায় ৭-০ ব্যবধানে।

পানামার বিপক্ষে ক্যারিয়ারের ৮০০তম গোলের মাইলফলক স্পর্শ করেন মেসি। এরপর কুরাসাওয়ে বিপক্ষে করেন হ্যাটট্রিক। সামনের প্রতিপক্ষ অস্ট্রেলিয়াও আর্জেন্টিনার জন্য পরিচিত প্রতিপক্ষ। কাতারে বিশ্বকাপ জয়ের পথে শেষ ষোলোতে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা।

ঢাকা/এসএম

শেয়ার করুন

x
English Version

আর্জেন্টিনার এশিয়া সফরের প্রতিপক্ষ কারা

আপডেট: ০৬:০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩

তিন তারকা জার্সিতে লিওনেল মেসির আর্জেন্টিনার প্রথম দুই ম্যাচ ভুলে যাননি নিশ্চয়ই! ভোলার কথাও নয়। যেভাবে আর্জেন্টাইনরা বিশ্বকাপজয়ী দলটাকে অভিবাদন জানিয়েছিল, মেসিরা তো বটেই, যেকোনো আর্জেন্টাইন সমর্থকদের জন্যও ভোলা কঠিন।

বিশ্বকাপের পর পানামা ও কুরাসাওয়ের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল তারা। যা পরিণত হয়েছিল উৎসবের মঞ্চে। আবারও প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। চূড়ান্ত হয়েছে ম্যাচ দুটির প্রতিপক্ষ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব শুরুর আগে এশিয়া সফর করবে লিওনেল স্কালোনির দল। সেখানে চীনের বেইজিংয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলবে আর্জেন্টিনা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের সম্ভাব্য তারিখ ১৫ জুন।

পরের ম্যাচের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া। এই ম্যাচের সম্ভাব্য তারিখ ১৮ কিংবা ১৯ জুন। এর আগে টিওয়াইসি স্পোর্টস জানিয়েছিল, আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া কিংবা চীন যেকোনো দল হতে পারে। চীনা ফুটবল ফেডারেশনের সঙ্গে প্রতিপক্ষ হওয়া বিষয়ে আলোচনা সফল না হলেও দেশটির মাটিতে খেলা আয়োজনে সম্মত হয়েছে দুই পক্ষ।

অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার বিপক্ষে দুই ম্যাচের পর ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব অভিযান শুরু করবে আর্জেন্টিনা। বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হবে আগামী সেপ্টেম্বরে।

আরও পড়ুন: ২০২৬ বিশ্বকাপের লোগো উন্মোচন

গত বছর বিশ্বকাপ জেতার পর আর্জেন্টিনা প্রথম মাঠে নামে গত মার্চে। ঘরের মাটিতে অনুষ্ঠিত ম্যাচ দুটিতে পানামা ও কুরাসাওকে উড়িয়ে দেয় মেসির দল। প্রথম ম্যাচে পানামাকে ২-০ গোলে হারানোর পর কুরাসাওকে হারায় ৭-০ ব্যবধানে।

পানামার বিপক্ষে ক্যারিয়ারের ৮০০তম গোলের মাইলফলক স্পর্শ করেন মেসি। এরপর কুরাসাওয়ে বিপক্ষে করেন হ্যাটট্রিক। সামনের প্রতিপক্ষ অস্ট্রেলিয়াও আর্জেন্টিনার জন্য পরিচিত প্রতিপক্ষ। কাতারে বিশ্বকাপ জয়ের পথে শেষ ষোলোতে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা।

ঢাকা/এসএম