০৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪

আর্জেন্টিনার বাংলাদেশে আসা নিয়ে সংবাদ সম্মেলন বাতিল

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৫৭:৩১ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩
  • / ৪১৫৩ বার দেখা হয়েছে

আগামী জুনে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা বাংলাদেশে আসতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে ঢাকায় খেলবে লিওনেল মেসিরা। সার্বিক বিষয় নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আজ বুধবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানোর কথা ছিল। কিন্তু আকস্মিক এক সিদ্ধান্তে দুপুরের সংবাদ সম্মেলনটি বাতিল করা হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেটি বাতিল করার কথা জানিয়েছে বাফুফে। সেখানে বলা হয়েছে, ‘বাফুফের পূর্ব নির্ধারিত প্রেস ব্রিফিংটি অনিবার্য কারণে আজ অনুষ্ঠিত হচ্ছে না বিধায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।

তবে সংবাদ সম্মেলন বাতিল হলেও আর্জেন্টিনার ঢাকায় খেলা নিয়ে যাবতীয় প্রস্তুতি এখনও কাজ চলছে বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেছেন, ‘ সবকিছুই ঠিক আছে। আর্জেন্টিনাকে ঢাকায় আনার চেষ্টা চলছে। কিছু কারণে সংবাদ সম্মেলন হচ্ছে না।’

আরও পড়ুন: মেসিদের বিপক্ষে সৌদি দলের অধিনায়ক রোনালদো

সর্বশেষ আর্জেন্টিনার ঢাকায় আসার বিষয়টা প্রায় চূড়ান্ত জানিয়ে কাজী সালাউদ্দিন সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘আর্জেন্টিনার প্রস্তাবিত এই সফর চূড়ান্ত হয়ে এসেছে। এখন শুধু টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে আলোচনা চলছে। ওরা আমাদের জানিয়েছে জুনের ফিফা উইন্ডোতে আসতে চায়। টার্মস অ্যান্ড কন্ডিশনে সমস্যা না হলে জুনে ওরা আসবে বলাই যায়।’ আর্জেন্টিনা এলে খেলা হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। কিন্তু এখন সেই স্টেডিয়ামে চলছে সংস্কারকাজ।

২০১১ সালের ৬ সেপ্টেম্বরেও বাংলাদেশে আর্জেন্টিনা একটি প্রীতি ম্যাচ খেলেছিল। সেই ম্যাচে মেসিদের প্রতিপক্ষ ছিল নাইজেরিয়া। ম্যাচে ৩-১ গোলে জয় পায় আকাশি-সাদারা। এবার মেসিদের প্রতিপক্ষ কে, তা এখনও জানায়নি বাফুফে।

ঢাকা/এসএম

শেয়ার করুন

x
English Version

আর্জেন্টিনার বাংলাদেশে আসা নিয়ে সংবাদ সম্মেলন বাতিল

আপডেট: ০৪:৫৭:৩১ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩

আগামী জুনে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা বাংলাদেশে আসতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে ঢাকায় খেলবে লিওনেল মেসিরা। সার্বিক বিষয় নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আজ বুধবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানোর কথা ছিল। কিন্তু আকস্মিক এক সিদ্ধান্তে দুপুরের সংবাদ সম্মেলনটি বাতিল করা হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেটি বাতিল করার কথা জানিয়েছে বাফুফে। সেখানে বলা হয়েছে, ‘বাফুফের পূর্ব নির্ধারিত প্রেস ব্রিফিংটি অনিবার্য কারণে আজ অনুষ্ঠিত হচ্ছে না বিধায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।

তবে সংবাদ সম্মেলন বাতিল হলেও আর্জেন্টিনার ঢাকায় খেলা নিয়ে যাবতীয় প্রস্তুতি এখনও কাজ চলছে বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেছেন, ‘ সবকিছুই ঠিক আছে। আর্জেন্টিনাকে ঢাকায় আনার চেষ্টা চলছে। কিছু কারণে সংবাদ সম্মেলন হচ্ছে না।’

আরও পড়ুন: মেসিদের বিপক্ষে সৌদি দলের অধিনায়ক রোনালদো

সর্বশেষ আর্জেন্টিনার ঢাকায় আসার বিষয়টা প্রায় চূড়ান্ত জানিয়ে কাজী সালাউদ্দিন সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘আর্জেন্টিনার প্রস্তাবিত এই সফর চূড়ান্ত হয়ে এসেছে। এখন শুধু টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে আলোচনা চলছে। ওরা আমাদের জানিয়েছে জুনের ফিফা উইন্ডোতে আসতে চায়। টার্মস অ্যান্ড কন্ডিশনে সমস্যা না হলে জুনে ওরা আসবে বলাই যায়।’ আর্জেন্টিনা এলে খেলা হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। কিন্তু এখন সেই স্টেডিয়ামে চলছে সংস্কারকাজ।

২০১১ সালের ৬ সেপ্টেম্বরেও বাংলাদেশে আর্জেন্টিনা একটি প্রীতি ম্যাচ খেলেছিল। সেই ম্যাচে মেসিদের প্রতিপক্ষ ছিল নাইজেরিয়া। ম্যাচে ৩-১ গোলে জয় পায় আকাশি-সাদারা। এবার মেসিদের প্রতিপক্ষ কে, তা এখনও জানায়নি বাফুফে।

ঢাকা/এসএম