১০:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪

আশরাফুলের ব্যাটে ছক্কার ঝড়

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:২৮:৪০ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১
  • / ৪১৮৮ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রদিবেদক: বৃষ্টির কারণে একদিন পিছিয়ে আজ (বুধবার) থেকে শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) দ্বিতীয় রাউন্ডের খেলা। মিরপুরে দুপুর দেড়টায় দিনের দ্বিতীয় ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের মুখোমুখি হয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে ব্যাট হাতে ঝড় তোলেন মোহাম্মদ আশরাফুল। এই তারকা ক্রিকেটার ৪টি ছক্কার মারে ৩৫ বলে খেলেন ৪১ রানের ইনিংস।

আশরাফুলের ৪১ রানের সঙ্গে ওপেনার সৈকত আলীর ৩৩, জিয়াউর রহমানের ২১ ও নাসির হোসেনের ২০ রানের ইনিংসের উপর ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৫১ রানের সংগ্রহ পায় শেখ জামাল।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

শেখ জামালের হয়ে আগের ম্যাচে ৩৮ রানের ইনিংস খেলে রান আউট হয়েছিলেন আশরাফুল। এ ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ব্যাট করতে থাকেন তিনি। ছয় হাঁকিয়ে রানের খাতা খোলেন আশরাফুল। মুকিদুল ইসলাম মুগ্ধর বল দারুণ ফ্লিকে ফাইন লেগ দিয়ে সীমানার বাইরে পাঠান তিনি। চতুর্থ ওভারে বাঁহাতি পেসার নাহিদ হাসানকে ছক্কায় উড়ান দুবার। এরপর স্পিনার নাসুমকে সুইপ করে ছক্কা উড়িয়ে মুগ্ধ করেন আশরাফুল।

চারটি ছক্কা হাঁকালেও কোনও চারের মার নেই তার ইনিংসে। ৩৫ বলে ৪১ রান করে আউট হন আরিফুল হকের বলে। আরিফুলের বল উইকেট থেকে সরে গিয়ে শট খেলতে গিয়ে পয়েন্টে থাকা ফিল্ডার নাসুমের তালুবন্দী হয়ে ফেরেন আশরাফুল।

ঢাকা/এনইউ

আরও পড়ুন:

ট্যাগঃ

শেয়ার করুন

x
English Version

আশরাফুলের ব্যাটে ছক্কার ঝড়

আপডেট: ০৬:২৮:৪০ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১

বিজনেস জার্নাল প্রদিবেদক: বৃষ্টির কারণে একদিন পিছিয়ে আজ (বুধবার) থেকে শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) দ্বিতীয় রাউন্ডের খেলা। মিরপুরে দুপুর দেড়টায় দিনের দ্বিতীয় ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের মুখোমুখি হয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে ব্যাট হাতে ঝড় তোলেন মোহাম্মদ আশরাফুল। এই তারকা ক্রিকেটার ৪টি ছক্কার মারে ৩৫ বলে খেলেন ৪১ রানের ইনিংস।

আশরাফুলের ৪১ রানের সঙ্গে ওপেনার সৈকত আলীর ৩৩, জিয়াউর রহমানের ২১ ও নাসির হোসেনের ২০ রানের ইনিংসের উপর ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৫১ রানের সংগ্রহ পায় শেখ জামাল।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

শেখ জামালের হয়ে আগের ম্যাচে ৩৮ রানের ইনিংস খেলে রান আউট হয়েছিলেন আশরাফুল। এ ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ব্যাট করতে থাকেন তিনি। ছয় হাঁকিয়ে রানের খাতা খোলেন আশরাফুল। মুকিদুল ইসলাম মুগ্ধর বল দারুণ ফ্লিকে ফাইন লেগ দিয়ে সীমানার বাইরে পাঠান তিনি। চতুর্থ ওভারে বাঁহাতি পেসার নাহিদ হাসানকে ছক্কায় উড়ান দুবার। এরপর স্পিনার নাসুমকে সুইপ করে ছক্কা উড়িয়ে মুগ্ধ করেন আশরাফুল।

চারটি ছক্কা হাঁকালেও কোনও চারের মার নেই তার ইনিংসে। ৩৫ বলে ৪১ রান করে আউট হন আরিফুল হকের বলে। আরিফুলের বল উইকেট থেকে সরে গিয়ে শট খেলতে গিয়ে পয়েন্টে থাকা ফিল্ডার নাসুমের তালুবন্দী হয়ে ফেরেন আশরাফুল।

ঢাকা/এনইউ

আরও পড়ুন: