১০:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪

ইউক্রেনে সহায়তার বিলে বাইডেনের চূড়ান্ত অনুমোদন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৩৫:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২
  • / ১০২২৭ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্ক: ইউক্রেনে মানবিক ও সামরিক সহায়তায় ১৩.৬ বিলিয়ন মার্কিন ডলারের প্যাকেজের একটি বিলে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার এ বিলে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এর বাইরে আরও ৮০০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা বিলে মার্কিন প্রেসিডেন্ট শিগগিরই স্বাক্ষর করবেন বলে জানা গেছে।

এর আগে রুশ বাহিনীর গোলার মুখে থাকা ইউক্রেনকে সহায়তায় কংগ্রেসে বিলটি পাস হয়। এরপরই যাচাই শেষে পাঠানো হয় বাইডেনের কাছে। ধারণা করা হচ্ছিল, বিনা বাধায় বিলটি ছাড় পাবে।

এক হাজার ৩৬০ কোটি মার্কিন ডলারের প্যাকেজটি ইউক্রেনীয়দের খাদ্য, ওষুধ, আশ্রয়, ইউক্রেন ছেড়ে আসা শরণার্থী এবং অস্ত্র স্থানান্তরের জন্যও এখান থেকে অর্থ ব্যয় করা হবে।

ঐতিহাসিক বিলটিতে স্বাক্ষরের পর টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেন প্রেসিডেন্ট বাইডেন নিজেই। তিনি জানান, সেনা পাঠাতে না পারলেও ইউক্রেনে মানবিক ও সামরিক সরঞ্জাম দিয়ে সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র।

ইউক্রেনে মানবিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন। জাতিসংঘ জানিয়েছে, ইতোমধ্যে ৩০ লাখ মানুষ ইউক্রেন ছেড়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন। টুইটারে তিনি বলেন, যুদ্ধের কারণে প্রায় ৩০ লাখ ইউক্রেনীয় শরণার্থী হয়েছে। ইউক্রেনের ১২ লাখ লোকের জন্য মানবিক সহায়তার প্রয়োজন। যুক্তরাষ্ট্রসহ ইউরোপের অনেক দেশ সাহায্যে এগিয়ে এসেছে।

এ বিষয়ে সিনেট নেতা চাক শুমার বলেন, ‘আমরা ইউক্রেনকে কয়েক বিলিয়ন ডলার দিচ্ছি খাদ্যের জন্য, ওষুধের জন্য, আশ্রয়ের জন্য এবং দুই মিলিয়ন শরনার্থীর জন্য যারা ইউক্রেন ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।’

এছাড়াও আরও অতিরিক্ত ৮০০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তার মাধ্যমে ইউক্রেনে এন্টি-ট্যাংক ক্ষেপনাস্ত্র দেওয়া হবে।

একই কথা বলেছেন চাক শুমারও। তিনি জানিয়েছেন সামরিক সহায়তা বিলের অংশ হিসেবে জ্যাভলিন অ্যান্টি-ট্যাংক ক্ষেপনাস্ত্র ও স্টিংগার অ্যন্টি-এয়ারক্রাফট ক্ষেপনাস্ত্র দেওয়া হবে ইউক্রেনকে।

ঢাকা/টিএ

শেয়ার করুন

x

ইউক্রেনে সহায়তার বিলে বাইডেনের চূড়ান্ত অনুমোদন

আপডেট: ১১:৩৫:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২

বিজনেস জার্নাল ডেস্ক: ইউক্রেনে মানবিক ও সামরিক সহায়তায় ১৩.৬ বিলিয়ন মার্কিন ডলারের প্যাকেজের একটি বিলে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার এ বিলে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এর বাইরে আরও ৮০০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা বিলে মার্কিন প্রেসিডেন্ট শিগগিরই স্বাক্ষর করবেন বলে জানা গেছে।

এর আগে রুশ বাহিনীর গোলার মুখে থাকা ইউক্রেনকে সহায়তায় কংগ্রেসে বিলটি পাস হয়। এরপরই যাচাই শেষে পাঠানো হয় বাইডেনের কাছে। ধারণা করা হচ্ছিল, বিনা বাধায় বিলটি ছাড় পাবে।

এক হাজার ৩৬০ কোটি মার্কিন ডলারের প্যাকেজটি ইউক্রেনীয়দের খাদ্য, ওষুধ, আশ্রয়, ইউক্রেন ছেড়ে আসা শরণার্থী এবং অস্ত্র স্থানান্তরের জন্যও এখান থেকে অর্থ ব্যয় করা হবে।

ঐতিহাসিক বিলটিতে স্বাক্ষরের পর টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেন প্রেসিডেন্ট বাইডেন নিজেই। তিনি জানান, সেনা পাঠাতে না পারলেও ইউক্রেনে মানবিক ও সামরিক সরঞ্জাম দিয়ে সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র।

ইউক্রেনে মানবিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন। জাতিসংঘ জানিয়েছে, ইতোমধ্যে ৩০ লাখ মানুষ ইউক্রেন ছেড়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন। টুইটারে তিনি বলেন, যুদ্ধের কারণে প্রায় ৩০ লাখ ইউক্রেনীয় শরণার্থী হয়েছে। ইউক্রেনের ১২ লাখ লোকের জন্য মানবিক সহায়তার প্রয়োজন। যুক্তরাষ্ট্রসহ ইউরোপের অনেক দেশ সাহায্যে এগিয়ে এসেছে।

এ বিষয়ে সিনেট নেতা চাক শুমার বলেন, ‘আমরা ইউক্রেনকে কয়েক বিলিয়ন ডলার দিচ্ছি খাদ্যের জন্য, ওষুধের জন্য, আশ্রয়ের জন্য এবং দুই মিলিয়ন শরনার্থীর জন্য যারা ইউক্রেন ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।’

এছাড়াও আরও অতিরিক্ত ৮০০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তার মাধ্যমে ইউক্রেনে এন্টি-ট্যাংক ক্ষেপনাস্ত্র দেওয়া হবে।

একই কথা বলেছেন চাক শুমারও। তিনি জানিয়েছেন সামরিক সহায়তা বিলের অংশ হিসেবে জ্যাভলিন অ্যান্টি-ট্যাংক ক্ষেপনাস্ত্র ও স্টিংগার অ্যন্টি-এয়ারক্রাফট ক্ষেপনাস্ত্র দেওয়া হবে ইউক্রেনকে।

ঢাকা/টিএ