১০:০৭ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

ইয়েমেনের প্রধানমন্ত্রীকে অবরুদ্ধ করে রেখেছে আমিরাতের সেনারা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:৫৪:০৯ অপরাহ্ন, শনিবার, ৫ মে ২০১৮
  • / ৪৫০৫ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক, অর্থকথা: ইয়েমেনের গুরুত্বপূর্ণ দ্বীপ সোকোত্রার সমুদ্র ও বিমানবন্দর দখলে নিয়েছে সংযুক্ত আরব আমিরাতের সেনারা। এর একদিন আগে, বৃহস্পতিবার দ্বীপটিতে চারটি সামরিক যান ও শতাধিক সেনা মোতায়েন করেছিল আমিরাত।

সোকোত্রা দখলে নেওয়ার পর সেখানে সফররত ইয়েমেনের প্রধানমন্ত্রী আহমেদ ওবায়েদ বিন দাঘরসহ দশজন মন্ত্রীকে দ্বীপটিতে ঘিরে রেখেছে আমিরাতে সেনারা। খবর আল জাজিরার।

সরকারি এক কর্মকর্তাকে উদ্ধৃত করে খবরে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের সেনারা ইয়েমেনের প্রধানমন্ত্রী আহমেদ ওবেইদ বিন দাঘরসহ আরও ১০ মন্ত্রীকে শুক্রবার সকোত্রা থেকে বের হতে দেয়নি। ওই কর্মকর্তা বলেন, ইয়েমেনি সরকারের উপস্থিতি থাকা সত্ত্বেও সংযুক্ত আরব আমিরাত সকোত্রা দ্বীপের বিমানবন্দর ও সমুদ্রের দখল নিয়ে নিয়েছে। সংযুক্ত আরব আমিরাত সকোত্রায় যা করছে তা হচ্ছে একটি আগ্রাসী পদক্ষেপ। ঘটনাটি তদন্ত করতে সকোত্রায় তদন্তকারী পাঠানোর আহ্বান জানিয়েছে সৌদি আরব।

ইউনেস্কোর স্বীকৃত বিশ্ব ঐতিহ্য এই সোকোত্রা দ্বীপ। প্রায় ৬০ হাজার মানুষের বসবাস করে এখানে।

দ্বীপটিতে যুদ্ধ বিমান ও বড় সামরিক যান চলাচলের মতো তিন হাজার মিটার দীর্ঘ রানওয়ে রয়েছে। সম্প্রতি আমিরাত দাবি করে ৯৯ বছরের জন্য দ্বীপটি লিজ নিয়েছে তারা। সেখানে সামরিক কার্যক্রম চালানোর ঘোষণা দেয় আমিরাত।

শেয়ার করুন

x
English Version

ইয়েমেনের প্রধানমন্ত্রীকে অবরুদ্ধ করে রেখেছে আমিরাতের সেনারা

আপডেট: ০৫:৫৪:০৯ অপরাহ্ন, শনিবার, ৫ মে ২০১৮

আন্তর্জাতিক ডেস্ক, অর্থকথা: ইয়েমেনের গুরুত্বপূর্ণ দ্বীপ সোকোত্রার সমুদ্র ও বিমানবন্দর দখলে নিয়েছে সংযুক্ত আরব আমিরাতের সেনারা। এর একদিন আগে, বৃহস্পতিবার দ্বীপটিতে চারটি সামরিক যান ও শতাধিক সেনা মোতায়েন করেছিল আমিরাত।

সোকোত্রা দখলে নেওয়ার পর সেখানে সফররত ইয়েমেনের প্রধানমন্ত্রী আহমেদ ওবায়েদ বিন দাঘরসহ দশজন মন্ত্রীকে দ্বীপটিতে ঘিরে রেখেছে আমিরাতে সেনারা। খবর আল জাজিরার।

সরকারি এক কর্মকর্তাকে উদ্ধৃত করে খবরে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের সেনারা ইয়েমেনের প্রধানমন্ত্রী আহমেদ ওবেইদ বিন দাঘরসহ আরও ১০ মন্ত্রীকে শুক্রবার সকোত্রা থেকে বের হতে দেয়নি। ওই কর্মকর্তা বলেন, ইয়েমেনি সরকারের উপস্থিতি থাকা সত্ত্বেও সংযুক্ত আরব আমিরাত সকোত্রা দ্বীপের বিমানবন্দর ও সমুদ্রের দখল নিয়ে নিয়েছে। সংযুক্ত আরব আমিরাত সকোত্রায় যা করছে তা হচ্ছে একটি আগ্রাসী পদক্ষেপ। ঘটনাটি তদন্ত করতে সকোত্রায় তদন্তকারী পাঠানোর আহ্বান জানিয়েছে সৌদি আরব।

ইউনেস্কোর স্বীকৃত বিশ্ব ঐতিহ্য এই সোকোত্রা দ্বীপ। প্রায় ৬০ হাজার মানুষের বসবাস করে এখানে।

দ্বীপটিতে যুদ্ধ বিমান ও বড় সামরিক যান চলাচলের মতো তিন হাজার মিটার দীর্ঘ রানওয়ে রয়েছে। সম্প্রতি আমিরাত দাবি করে ৯৯ বছরের জন্য দ্বীপটি লিজ নিয়েছে তারা। সেখানে সামরিক কার্যক্রম চালানোর ঘোষণা দেয় আমিরাত।