০৭:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪

একীভূত লাইসেন্স পেল মোবাইল অপারেটর বাংলালিংক

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:০১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
  • / ৪২৪০ বার দেখা হয়েছে

মোবাইল অপারেটর বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডকে একীভূত লাইসেন্স দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে আগারগাঁওয়ের বিটিআরসি কার্যালয়ে কমিশনের চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদের কাছ থেকে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস এই লাইসেন্স গ্রহণ করেন।

এই একীভূত লাইসেন্স পাওয়ার কারণে এখন থেকে বাংলালিংককে ২জি, ৩জি, ৪জি প্রযুক্তি এবং তরঙ্গ ফির জন্য আলাদা লাইসেন্স ব্যবহার করতে হবে না।

এর আগে গত ১১ মার্চ দেশে কার্যরত অপর তিন অপারেটর গ্রামীণফোন লিমিটেড, রবি আজিয়াটা লিমিটেড এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড-এর অনুকূলে একীভূত লাইসেন্স হস্তান্তর করা হয়।

বিটিআরসির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘বাংলাদেশে সেলুলার মোবাইল পরিষেবার জন্য নিয়ন্ত্রক এবং লাইসেন্সিং নির্দেশিকা’ গাইডলাইনের আলোকে এই লাইসেন্স হস্তান্তর করা হয়েছে। এর ফলে টেলিযোগাযোগ খাতের উন্নয়ন এবং ৫জিসহ পরবর্তী প্রজন্মের প্রযুক্তিগত সুবিধা বাড়বে। শুরুতে মোবাইল অপারেটর গ্রামীণফোন লিমিটেড, রবি আজিয়াটা লিমিটেড এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডকে প্রযুক্তি নির্বিশেষে একক লাইসেন্স দেওয়া হয়েছে।’

আরও পড়ুন: জাতীয় পাট দিবসে পুরস্কার পেয়েছেন ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান

লাইসেন্স হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পেকট্রাম বিভাগের কমিশনার প্রকৌশলী শেখ রিয়াজ আহমেদ, অর্থ হিসাব ও রাজস্ব বিভাগের কমিশনার ড. মুশফিক মান্নান চৌধুরী, লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের কমিশনার মো. আমিনুল হক, প্রশাসন বিভাগের মহাপরিচালক আবদুল্লাহ আল মামুন, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মুস্তাফিজুর রহমান, লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের মহাপরিচালক আশীষ কুমার কুন্ডু, সচিব (বিটিআরসি) মো. নূরুল হাফিজ, বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

x

একীভূত লাইসেন্স পেল মোবাইল অপারেটর বাংলালিংক

আপডেট: ০৩:০১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪

মোবাইল অপারেটর বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডকে একীভূত লাইসেন্স দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে আগারগাঁওয়ের বিটিআরসি কার্যালয়ে কমিশনের চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদের কাছ থেকে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস এই লাইসেন্স গ্রহণ করেন।

এই একীভূত লাইসেন্স পাওয়ার কারণে এখন থেকে বাংলালিংককে ২জি, ৩জি, ৪জি প্রযুক্তি এবং তরঙ্গ ফির জন্য আলাদা লাইসেন্স ব্যবহার করতে হবে না।

এর আগে গত ১১ মার্চ দেশে কার্যরত অপর তিন অপারেটর গ্রামীণফোন লিমিটেড, রবি আজিয়াটা লিমিটেড এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড-এর অনুকূলে একীভূত লাইসেন্স হস্তান্তর করা হয়।

বিটিআরসির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘বাংলাদেশে সেলুলার মোবাইল পরিষেবার জন্য নিয়ন্ত্রক এবং লাইসেন্সিং নির্দেশিকা’ গাইডলাইনের আলোকে এই লাইসেন্স হস্তান্তর করা হয়েছে। এর ফলে টেলিযোগাযোগ খাতের উন্নয়ন এবং ৫জিসহ পরবর্তী প্রজন্মের প্রযুক্তিগত সুবিধা বাড়বে। শুরুতে মোবাইল অপারেটর গ্রামীণফোন লিমিটেড, রবি আজিয়াটা লিমিটেড এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডকে প্রযুক্তি নির্বিশেষে একক লাইসেন্স দেওয়া হয়েছে।’

আরও পড়ুন: জাতীয় পাট দিবসে পুরস্কার পেয়েছেন ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান

লাইসেন্স হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পেকট্রাম বিভাগের কমিশনার প্রকৌশলী শেখ রিয়াজ আহমেদ, অর্থ হিসাব ও রাজস্ব বিভাগের কমিশনার ড. মুশফিক মান্নান চৌধুরী, লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের কমিশনার মো. আমিনুল হক, প্রশাসন বিভাগের মহাপরিচালক আবদুল্লাহ আল মামুন, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মুস্তাফিজুর রহমান, লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের মহাপরিচালক আশীষ কুমার কুন্ডু, সচিব (বিটিআরসি) মো. নূরুল হাফিজ, বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান।

ঢাকা/এসএইচ