এমএফএসের জন্য সাবসিডিয়ারি গঠনের অনুমতি পেল প্রাইম ব্যাংক

- আপডেট: ১০:২৫:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪
- / ১০৩৭৬ বার দেখা হয়েছে
দেশের অন্যতম শীর্ষ বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) পরিচালনার জন্য একটি সহযোগী কোম্পানি (Subsidiary Company) গঠনের অনুমতি পেয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ব্যাংকটিকে এ অনুমতি দিয়েছে। প্রাইম ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
গত বছরের (২০২৩) ১৪ আগস্ট প্রাইম ব্যাংকের পরিচালনা পর্ষদ এমএফএস কার্যক্রম পরিচালনাসহ ব্যবসা বহুমুখীকরণে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছিল। এসব সিদ্ধান্তের মধ্যে এমএফএস ছাড়াও ছিল মিউচুয়াল ফান্ড ও অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড পরিচালনার জন্য একটি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি গঠন।
আরও পড়ুন: সাবমেরিন কেবলস কোম্পানির নাম সংশোধনে ডিএসইর সম্মতি
ওই সিদ্ধান্ত অনুসারে, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) পরিচালনার লক্ষ্যে প্রাইম ব্যাংক একটি সহযোগী প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করবে। এ কোম্পানির পরিশোধিত মূলধন হবে ৪৫ কোটি টাকা।
বলা হয়েছিল, সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর সম্মতি সাপেক্ষে আলোচিত সিদ্ধান্ত কার্যকর হবে।
ঢাকা/এসএইচ