০৯:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪

এশিয়া কাপের ফাইনালের আগে দুঃসংবাদ পেলো ভারত

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:৫৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩
  • / ৪১৭৬ বার দেখা হয়েছে

এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। রোববার (১৭ সেপ্টেম্বর) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে দুই দলের শিরোপার লড়াই। এর আগে দুঃসংবাদ পেলো টিম ইন্ডিয়া। ইনজুরিতে পড়েছেন দলের অন্যতম সেরা স্পিন অলরাউন্ডার অক্ষর প্যাটেল।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ভারতীয় শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, এশিয়া কাপের সুপার ফোরের সবশেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে শেষ ওভারে ব্যাট করার সময় দুই হাতেই আঘাত পান প্যাটেল। উরুতেও টান অনুভব করেন তিনি। এতে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন বাঁহাতি ক্রিকেটার। যদিও এ নিয়ে আনুষ্ঠানিক কোন ঘোষণা দেয়নি ভারত।

টাইগারদের বিপক্ষে উত্তেজনার ম্যাচে শেষ ভরসা হয়ে ছিলেন প্যাটেল। তিনি যতক্ষণ ক্রিজে ছিলেন, ততক্ষণ জয়ের আশা ছিল ভারতের। তবে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের শিকার হয়ে এই অলরাউন্ডার বিদায় হতেই বড় ধাক্কা খায় টিম ইন্ডিয়া। শেষ পর্যন্ত শ্বাসরূদ্ধকর লড়াইয়ে হেরে যায় তারা।

এর আগে ৩৪ বলে ৪২ রানের লড়াকু ইনিংস খেলেন প্যাটেল। দলকে জেতাতে না পারা এবং চোট আক্রান্ত হয়ে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন তিনি। মনে করা হচ্ছে, শিরোপা নির্ধারণী ম্যাচে খেলতে পারবেন না ২৯ বছর বয়সী স্পিনার। গোটা টুর্নামেন্টে ভালো খেলছিলেন তিনি।

ইতোমধ্যে প্যাটেলের বদলি খেলোয়াড় ঠিক করে ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ডানহাতি স্পিন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে শ্রীলঙ্কায় পাঠিয়েছে তারা। এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। ধারণা করা হচ্ছে, লঙ্কার বিপক্ষে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ের ফাইনালে একাদশে থাকবেন ওয়াশিংটন। ইনফর্ম প্যাটেলের স্থলাভিষিক্ত হবেন তিনি।

আরও পড়ুন: এশিয়া কাপ শেষে ঢাকায় ফিরেছে বাংলাদেশ দল

ওয়াশিংটনের প্রতিভা নিয়ে সন্দেহ প্রকাশ করার মোটেও কোনও অবকাশ নেই। তবে বারবার ইনজুরিতে পড়ে জাতীয় দল থেকে বাদ পড়েন তিনি। এবার নিজেকে প্রমাণ করার আবার সুযোগ পেলেন ২৪ বছর বয়সী ক্রিকেটার। এতে সফল হলে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের স্কোয়াডেও জায়গা ধরে রাখতে পারেন তিনি।

ঢাকা/এসএম

শেয়ার করুন

x
English Version

এশিয়া কাপের ফাইনালের আগে দুঃসংবাদ পেলো ভারত

আপডেট: ০৫:৫৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩

এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। রোববার (১৭ সেপ্টেম্বর) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে দুই দলের শিরোপার লড়াই। এর আগে দুঃসংবাদ পেলো টিম ইন্ডিয়া। ইনজুরিতে পড়েছেন দলের অন্যতম সেরা স্পিন অলরাউন্ডার অক্ষর প্যাটেল।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ভারতীয় শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, এশিয়া কাপের সুপার ফোরের সবশেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে শেষ ওভারে ব্যাট করার সময় দুই হাতেই আঘাত পান প্যাটেল। উরুতেও টান অনুভব করেন তিনি। এতে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন বাঁহাতি ক্রিকেটার। যদিও এ নিয়ে আনুষ্ঠানিক কোন ঘোষণা দেয়নি ভারত।

টাইগারদের বিপক্ষে উত্তেজনার ম্যাচে শেষ ভরসা হয়ে ছিলেন প্যাটেল। তিনি যতক্ষণ ক্রিজে ছিলেন, ততক্ষণ জয়ের আশা ছিল ভারতের। তবে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের শিকার হয়ে এই অলরাউন্ডার বিদায় হতেই বড় ধাক্কা খায় টিম ইন্ডিয়া। শেষ পর্যন্ত শ্বাসরূদ্ধকর লড়াইয়ে হেরে যায় তারা।

এর আগে ৩৪ বলে ৪২ রানের লড়াকু ইনিংস খেলেন প্যাটেল। দলকে জেতাতে না পারা এবং চোট আক্রান্ত হয়ে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন তিনি। মনে করা হচ্ছে, শিরোপা নির্ধারণী ম্যাচে খেলতে পারবেন না ২৯ বছর বয়সী স্পিনার। গোটা টুর্নামেন্টে ভালো খেলছিলেন তিনি।

ইতোমধ্যে প্যাটেলের বদলি খেলোয়াড় ঠিক করে ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ডানহাতি স্পিন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে শ্রীলঙ্কায় পাঠিয়েছে তারা। এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। ধারণা করা হচ্ছে, লঙ্কার বিপক্ষে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ের ফাইনালে একাদশে থাকবেন ওয়াশিংটন। ইনফর্ম প্যাটেলের স্থলাভিষিক্ত হবেন তিনি।

আরও পড়ুন: এশিয়া কাপ শেষে ঢাকায় ফিরেছে বাংলাদেশ দল

ওয়াশিংটনের প্রতিভা নিয়ে সন্দেহ প্রকাশ করার মোটেও কোনও অবকাশ নেই। তবে বারবার ইনজুরিতে পড়ে জাতীয় দল থেকে বাদ পড়েন তিনি। এবার নিজেকে প্রমাণ করার আবার সুযোগ পেলেন ২৪ বছর বয়সী ক্রিকেটার। এতে সফল হলে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের স্কোয়াডেও জায়গা ধরে রাখতে পারেন তিনি।

ঢাকা/এসএম