০৯:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

করোনায় পঞ্চম পুলিশ সদস্যের মৃত্যু

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:১৬:২৭ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০
  • / ৪২৬৮ বার দেখা হয়েছে

করোনায় আক্রান্ত হয়ে আরও এক পুলিশ সদস্য মারা গেছেন। তার নাম সুলতানুল আরেফিন (৪৪)। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিম বিভাগে সাব ইন্সপেক্টর (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা জানান, সুলতান আরেফিনের করোনায় আক্রান্ত হওয়ার পর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। আজ শনিবার (২ মে ) ভোরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

পুলিশ জানায়, সুলতান আরেফিনের গ্রামের বাড়ি জামালপুর জেলায়। তিনি স্ত্রী, দুই কন্যা এবং এক পুত্রসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা অনুষ্ঠিত হবে। পরে ধর্মীয় বিধান অনুযায়ী পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।

প্রসঙ্গত, এ নিয়ে বাংলাদেশ পুলিশের ৫ সদস্য করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।

বিজে/জেডআই

শেয়ার করুন

x
English Version

করোনায় পঞ্চম পুলিশ সদস্যের মৃত্যু

আপডেট: ১২:১৬:২৭ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০

করোনায় আক্রান্ত হয়ে আরও এক পুলিশ সদস্য মারা গেছেন। তার নাম সুলতানুল আরেফিন (৪৪)। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিম বিভাগে সাব ইন্সপেক্টর (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা জানান, সুলতান আরেফিনের করোনায় আক্রান্ত হওয়ার পর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। আজ শনিবার (২ মে ) ভোরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

পুলিশ জানায়, সুলতান আরেফিনের গ্রামের বাড়ি জামালপুর জেলায়। তিনি স্ত্রী, দুই কন্যা এবং এক পুত্রসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা অনুষ্ঠিত হবে। পরে ধর্মীয় বিধান অনুযায়ী পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।

প্রসঙ্গত, এ নিয়ে বাংলাদেশ পুলিশের ৫ সদস্য করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।

বিজে/জেডআই