০৪:৫২ অপরাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪

করোনায় সােশ্যাল ইসলামী ব্যাংক কর্মকর্তার মৃত্যু

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:২২:১৪ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১
  • / ৪১৬৫ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বেসরকারি সােশ্যাল ইসলামী ব্যাংকের কর্মকর্তা জাকির হােসেন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি ব্যাংকটির সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

সােমবার (২ আগস্ট ) সকাল ৬টা ১৫ মিনিটে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, তিন কন্যা সন্তানসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। 

সােশ্যাল ইসলামী ব্যাংকের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।  

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

জাকির হােসেন ২০০৩ সালে এসআইবিএল-এ যােগদান করেন এবং ২০১৭ সাল থেকে এসএমই অ্যান্ড এগ্রিকালচারাল ফাইন্যান্স বিভাগে কর্মরত ছিলেন। সােশ্যাল ইসলামী ব্যাংক পরিবার এই সহকর্মীর মৃত্যুতে গভীরভাবে শােকা প্রকাশ করেছে। একই সঙ্গে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শােকসন্তপ্ত পরিবারের প্রতি  সমবেদনা জানিয়েছে।

এদিকে সাধারণ ছুটি, সরকারঘোষিত বিধিনিষেধ; সবসময়ই জরুরি সেবা হিসেবে ব্যাংকের কার্যক্রম চলছে। নানা প্রতিবন্ধকতায় অফিসে যাতায়াত এবং ব্যাংকিং সেবা দিতে গিয়ে অনেক সময় সামাজিক দূরত্ব ও যথাযথ স্বাস্থ্যবিধি পরিপালন সম্ভব হচ্ছে না। এসব কারণে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন ব্যাংকাররা। বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। 

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর ২৭ হাজার ২৩৭ কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১৪৩ জন মারা যান। গত মে মাস পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ২৫ হাজার ৪০০ জন। ওই সময় পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ১৩৩ জন। গত জুন মাসে এক হাজার ৮৩৭ ব্যাংককর্মী করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ১০ জন।

ঢাকা/এনইউ

আরও পড়ুন:

শেয়ার করুন

x

করোনায় সােশ্যাল ইসলামী ব্যাংক কর্মকর্তার মৃত্যু

আপডেট: ০৫:২২:১৪ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বেসরকারি সােশ্যাল ইসলামী ব্যাংকের কর্মকর্তা জাকির হােসেন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি ব্যাংকটির সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

সােমবার (২ আগস্ট ) সকাল ৬টা ১৫ মিনিটে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, তিন কন্যা সন্তানসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। 

সােশ্যাল ইসলামী ব্যাংকের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।  

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

জাকির হােসেন ২০০৩ সালে এসআইবিএল-এ যােগদান করেন এবং ২০১৭ সাল থেকে এসএমই অ্যান্ড এগ্রিকালচারাল ফাইন্যান্স বিভাগে কর্মরত ছিলেন। সােশ্যাল ইসলামী ব্যাংক পরিবার এই সহকর্মীর মৃত্যুতে গভীরভাবে শােকা প্রকাশ করেছে। একই সঙ্গে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শােকসন্তপ্ত পরিবারের প্রতি  সমবেদনা জানিয়েছে।

এদিকে সাধারণ ছুটি, সরকারঘোষিত বিধিনিষেধ; সবসময়ই জরুরি সেবা হিসেবে ব্যাংকের কার্যক্রম চলছে। নানা প্রতিবন্ধকতায় অফিসে যাতায়াত এবং ব্যাংকিং সেবা দিতে গিয়ে অনেক সময় সামাজিক দূরত্ব ও যথাযথ স্বাস্থ্যবিধি পরিপালন সম্ভব হচ্ছে না। এসব কারণে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন ব্যাংকাররা। বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। 

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর ২৭ হাজার ২৩৭ কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১৪৩ জন মারা যান। গত মে মাস পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ২৫ হাজার ৪০০ জন। ওই সময় পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ১৩৩ জন। গত জুন মাসে এক হাজার ৮৩৭ ব্যাংককর্মী করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ১০ জন।

ঢাকা/এনইউ

আরও পড়ুন: