০৭:২২ অপরাহ্ন, বুধবার, ০৮ মে ২০২৪

কলকাতাকে আগে বিদেশ মনে হত, এখন হয় না: পরীমণি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৮:০২:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩
  • / ৪১৭৯ বার দেখা হয়েছে

ওপার বাংলার আনন্দবাজার অনলাইনের বছরের সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন পরীমণি। তার হাতে পুরস্কার তুলে দেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং টলিপাড়ার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সেরা অভিনেত্রীর পুরস্কার নিয়ে দেশে ফিরে সমকালকে পরীমণ বললেন, ‘ বাংলাদেশের বাইরে থেকে প্রথম পুরস্কার এটি। আমার জন্য এটা সত্যিই সম্মান ও মর্যাদার। এই অর্জন আমার শুভাকাঙ্ক্ষী, দর্শক ভক্তকুল ও অনুসারী যারা রয়েছেন তাদের জন্য। আপনাদের ভালোবাসার জন্যই আজ আমি এখানে দাঁড়িয়ে। আপনাদের এই ভালোবাসার প্রতি আমি কৃতজ্ঞ। আমাকে এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন।’

পুরস্কার নেওয়ার সময় মঞ্চে পরীমণি বলেন, ‘কলকাতাকে আগে বিদেশ মনে হত। এখন হয় না। এ রকমও হয়েছে, আমার ফ্লাইট আজ, কিন্তু আমি দু’পাঁচ দিন পরে গিয়েছি।’

পরীমণি বলেন, ‘চলচ্চিত্র শিল্পে আরও এক হয়ে কাজ করা উচিত দুই বাংলার। দুই বাংলার সিনেমা দু’জায়গাতেই দেখানো উচিত।’

এ বছর আনন্দবাজার অনলাইনের ‘বছরের বেস্ট’ অভিনেতা হয়েছেন ঋত্বিক চক্রবর্তী। তার হাতে সেরার সম্মাননা তুলে দেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্য।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আনন্দবাজার অনলাইনের সম্পাদক অনিন্দ্য জানা এবং নাট্যপরিচালক-অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত।

প্রতি বছর দুই বাংলার মানুষের মধ্যে থেকে ‘বছরের সেরা’ নির্বাচিত করে পুরস্কৃত করে আসছে আনন্দবাজার অনলাইন।

বাংলাদেশের আলোচিত অভিনেত্রী পরীমণি। ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ ছবি দিয়ে চলচ্চিত্রে তার পথ চলা শুরু।

ঢাকা/টিএ

শেয়ার করুন

x

কলকাতাকে আগে বিদেশ মনে হত, এখন হয় না: পরীমণি

আপডেট: ০৮:০২:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩

ওপার বাংলার আনন্দবাজার অনলাইনের বছরের সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন পরীমণি। তার হাতে পুরস্কার তুলে দেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং টলিপাড়ার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সেরা অভিনেত্রীর পুরস্কার নিয়ে দেশে ফিরে সমকালকে পরীমণ বললেন, ‘ বাংলাদেশের বাইরে থেকে প্রথম পুরস্কার এটি। আমার জন্য এটা সত্যিই সম্মান ও মর্যাদার। এই অর্জন আমার শুভাকাঙ্ক্ষী, দর্শক ভক্তকুল ও অনুসারী যারা রয়েছেন তাদের জন্য। আপনাদের ভালোবাসার জন্যই আজ আমি এখানে দাঁড়িয়ে। আপনাদের এই ভালোবাসার প্রতি আমি কৃতজ্ঞ। আমাকে এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন।’

পুরস্কার নেওয়ার সময় মঞ্চে পরীমণি বলেন, ‘কলকাতাকে আগে বিদেশ মনে হত। এখন হয় না। এ রকমও হয়েছে, আমার ফ্লাইট আজ, কিন্তু আমি দু’পাঁচ দিন পরে গিয়েছি।’

পরীমণি বলেন, ‘চলচ্চিত্র শিল্পে আরও এক হয়ে কাজ করা উচিত দুই বাংলার। দুই বাংলার সিনেমা দু’জায়গাতেই দেখানো উচিত।’

এ বছর আনন্দবাজার অনলাইনের ‘বছরের বেস্ট’ অভিনেতা হয়েছেন ঋত্বিক চক্রবর্তী। তার হাতে সেরার সম্মাননা তুলে দেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্য।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আনন্দবাজার অনলাইনের সম্পাদক অনিন্দ্য জানা এবং নাট্যপরিচালক-অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত।

প্রতি বছর দুই বাংলার মানুষের মধ্যে থেকে ‘বছরের সেরা’ নির্বাচিত করে পুরস্কৃত করে আসছে আনন্দবাজার অনলাইন।

বাংলাদেশের আলোচিত অভিনেত্রী পরীমণি। ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ ছবি দিয়ে চলচ্চিত্রে তার পথ চলা শুরু।

ঢাকা/টিএ