১২:০৮ অপরাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪

কানাডায় ভয়াবহ তাপদাহে ৫ দিনে মৃত্যু ৪৮৬ জনের

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৩৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
  • / ৪১৬৬ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: সময় যত গড়াচ্ছে ততই ভয়াবহ হয়ে উঠছে পরস্থিতি। মৃত্যুমিছিলের সারি আরও লম্বা হচ্ছে। গত পাঁচদিনে কানাডার একাংশে ভয়াবহ তাপদাহে অন্তত পক্ষে ৪৮৬ জনের প্রাণহানি ঘটেছে। অসুস্থ হয়ে পড়েছেন আরও কয়েক হাজার মানুষ। মৃত ও অসুস্থদের সিংহভাগই প্রবীণ নাগরিক। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কীভাবে পরিস্থিতির মোকাবিলা করা হবে, তার কুলকিনারা পাচ্ছেন না প্রশাসনিক আধিকারিকরা।  

গত কয়েকদিন ধরে আচমকাই কানাডার আবহাওয়ার পরিবর্তন হয়েছে। শীত ও তুষারাপাতে অভ্যস্ত কানাডাবাসী গরমে রীতিমতো নাজেহাল। গত রবিবার দেশটির ব্রিটিশ কলাম্বিয়ার একটি গ্রামের তাপমাত্রা ছিল ৪৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গত মঙ্গলবার দেশের বিভিন্ন প্রান্তে তাপমাত্রা সাড়ে ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছিল। ব্রিটিশ কলাম্বিয়ার লিটনে তাপমাত্রা ছিল ৪৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তীব্র দাবদাহ থেকে বাঁচতে অনেকেই সমুদ্র সৈকত ও সুইমিং পুলে ভিড় জমাচ্ছেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে লাগাতার রাস্তায় জল ছিটানো হচ্ছে। কিন্তু নিমেষেই সেই জল শুকিয়ে যাচ্ছে। অনেকেই কর্মক্ষেত্রে যাওয়ার চেয়ে প্রাণ বাঁচাতে ঘরবন্দি থাকছেন। সকাল হোক কিংবা রাত, রাস্তাঘাট শুনশানই থাকছে। অঘোষিত বন্ধের চেহারা নিয়েছে বিস্তীর্ণ এলাকা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, চলতি সপ্তাহের আগে পর্যন্ত কানাডার তাপমাত্রা কখনই ৪৫ ডিগ্রি সেলসিয়াস পার হয়নি। আর টানা ৩ দিন ধরে তাপমাত্রা নতুন রেকর্ড করায় প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। সাধারণ মানুষকে নিজেকে সুরক্ষিত রাখার পাশাপাশি পরিবার-পরিজন এবং পড়শিদের খোঁজখবর রাখার অনুরোধ জানিয়েছেন রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের কর্পোরাল মাইক কালনজ। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘এই দুঃসময়ে নিজের পরিবারের বয়স্কদের প্রতি বিশেষ নজর রাখার সঙ্গে সঙ্গেই পরিচিত প্রবীণদের খোঁজখবর নেওয়ার জন্যও আমরা সচেতন নাগরিকদের অনুরোধ জানিয়েছি। আশা করছি, কিছুদিনের মধ্যেই এই দুঃসময় কাটিয়ে উঠতে পারব।’

ঢাকা/এনইউ

আরও পড়ুন:

শেয়ার করুন

x

কানাডায় ভয়াবহ তাপদাহে ৫ দিনে মৃত্যু ৪৮৬ জনের

আপডেট: ০৩:৩৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: সময় যত গড়াচ্ছে ততই ভয়াবহ হয়ে উঠছে পরস্থিতি। মৃত্যুমিছিলের সারি আরও লম্বা হচ্ছে। গত পাঁচদিনে কানাডার একাংশে ভয়াবহ তাপদাহে অন্তত পক্ষে ৪৮৬ জনের প্রাণহানি ঘটেছে। অসুস্থ হয়ে পড়েছেন আরও কয়েক হাজার মানুষ। মৃত ও অসুস্থদের সিংহভাগই প্রবীণ নাগরিক। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কীভাবে পরিস্থিতির মোকাবিলা করা হবে, তার কুলকিনারা পাচ্ছেন না প্রশাসনিক আধিকারিকরা।  

গত কয়েকদিন ধরে আচমকাই কানাডার আবহাওয়ার পরিবর্তন হয়েছে। শীত ও তুষারাপাতে অভ্যস্ত কানাডাবাসী গরমে রীতিমতো নাজেহাল। গত রবিবার দেশটির ব্রিটিশ কলাম্বিয়ার একটি গ্রামের তাপমাত্রা ছিল ৪৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গত মঙ্গলবার দেশের বিভিন্ন প্রান্তে তাপমাত্রা সাড়ে ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছিল। ব্রিটিশ কলাম্বিয়ার লিটনে তাপমাত্রা ছিল ৪৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তীব্র দাবদাহ থেকে বাঁচতে অনেকেই সমুদ্র সৈকত ও সুইমিং পুলে ভিড় জমাচ্ছেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে লাগাতার রাস্তায় জল ছিটানো হচ্ছে। কিন্তু নিমেষেই সেই জল শুকিয়ে যাচ্ছে। অনেকেই কর্মক্ষেত্রে যাওয়ার চেয়ে প্রাণ বাঁচাতে ঘরবন্দি থাকছেন। সকাল হোক কিংবা রাত, রাস্তাঘাট শুনশানই থাকছে। অঘোষিত বন্ধের চেহারা নিয়েছে বিস্তীর্ণ এলাকা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, চলতি সপ্তাহের আগে পর্যন্ত কানাডার তাপমাত্রা কখনই ৪৫ ডিগ্রি সেলসিয়াস পার হয়নি। আর টানা ৩ দিন ধরে তাপমাত্রা নতুন রেকর্ড করায় প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। সাধারণ মানুষকে নিজেকে সুরক্ষিত রাখার পাশাপাশি পরিবার-পরিজন এবং পড়শিদের খোঁজখবর রাখার অনুরোধ জানিয়েছেন রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের কর্পোরাল মাইক কালনজ। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘এই দুঃসময়ে নিজের পরিবারের বয়স্কদের প্রতি বিশেষ নজর রাখার সঙ্গে সঙ্গেই পরিচিত প্রবীণদের খোঁজখবর নেওয়ার জন্যও আমরা সচেতন নাগরিকদের অনুরোধ জানিয়েছি। আশা করছি, কিছুদিনের মধ্যেই এই দুঃসময় কাটিয়ে উঠতে পারব।’

ঢাকা/এনইউ

আরও পড়ুন: