০২:৪১ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

কেনাকাটায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:০৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪
  • / ১০৩৪৯ বার দেখা হয়েছে

সরকারি কেনাকাটার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার জন্য সব মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি আসন্ন রমজান মাসে জিনিসপত্রের দাম যেন কোনোভাবেই না বাড়ে এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মন্ত্রীদের নির্দেশ দেন।

আজ সোমবার (১৫ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে এসব নির্দেশনা দেন তিনি। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বৈঠকের বিষয়ে বিকালে সচিবালয়ে গণমাধ্যমকে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।

আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সবাইকে কাজ করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে সবাইকে কাজ করতে হবে।

দুর্নীতিতে সরকারের জিরো টলারেন্স নীতির উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নতুন প্রকল্প নেওয়ার আগে তা জনগণের জন্য কতটা প্রয়োজনীয় খতিয়ে দেখতে হবে। প্রকল্প যেগুলো শেষ পর্যায়ে সেগুলো দ্রুত শেষ করতে হবে।

স্মার্ট বাংলাদেশের চারটি স্তম্ভ ‘স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি ও স্মার্ট গভর্নমেন্ট’ নিয়ে প্রধানমন্ত্রী কথা বলেছেন। যে মন্ত্রণালয়ের যে অংশ এসব স্তম্ভের সঙ্গে জড়িত, তাদের সেই অনুযায়ী গুরুত্ব দিয়ে কর্মপরিকল্পনা গ্রহণ করতে বলেছেন।

আরও পড়ুন: একটি মহল চক্রান্ত করে মূল্যস্ফীতি ঘটায়: প্রধানমন্ত্রী

কৃষি উৎপাদনে মনোযোগ দেওয়ার নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, পাট, চামড়া, কৃষি এই তিনটি পণ্যের রফতানি বাড়াতে হবে।

এ সময় প্রধানমন্ত্রী শিক্ষাকে কর্মমুখী করার এবং নারী উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার কথাও বলেন।

সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণের বিষয়বস্তু নিয়েও কথা হয় মন্ত্রিসভায়।

অগ্নিসন্ত্রাস এবং নাশকতা বন্ধ করার জন্য মন্ত্রিপরিষদের সবাইকে যার যার জায়গা থেকে কাজ করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

ঢাকা/কেএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

কেনাকাটায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

আপডেট: ০৭:০৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪

সরকারি কেনাকাটার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার জন্য সব মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি আসন্ন রমজান মাসে জিনিসপত্রের দাম যেন কোনোভাবেই না বাড়ে এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মন্ত্রীদের নির্দেশ দেন।

আজ সোমবার (১৫ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে এসব নির্দেশনা দেন তিনি। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বৈঠকের বিষয়ে বিকালে সচিবালয়ে গণমাধ্যমকে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।

আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সবাইকে কাজ করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে সবাইকে কাজ করতে হবে।

দুর্নীতিতে সরকারের জিরো টলারেন্স নীতির উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নতুন প্রকল্প নেওয়ার আগে তা জনগণের জন্য কতটা প্রয়োজনীয় খতিয়ে দেখতে হবে। প্রকল্প যেগুলো শেষ পর্যায়ে সেগুলো দ্রুত শেষ করতে হবে।

স্মার্ট বাংলাদেশের চারটি স্তম্ভ ‘স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি ও স্মার্ট গভর্নমেন্ট’ নিয়ে প্রধানমন্ত্রী কথা বলেছেন। যে মন্ত্রণালয়ের যে অংশ এসব স্তম্ভের সঙ্গে জড়িত, তাদের সেই অনুযায়ী গুরুত্ব দিয়ে কর্মপরিকল্পনা গ্রহণ করতে বলেছেন।

আরও পড়ুন: একটি মহল চক্রান্ত করে মূল্যস্ফীতি ঘটায়: প্রধানমন্ত্রী

কৃষি উৎপাদনে মনোযোগ দেওয়ার নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, পাট, চামড়া, কৃষি এই তিনটি পণ্যের রফতানি বাড়াতে হবে।

এ সময় প্রধানমন্ত্রী শিক্ষাকে কর্মমুখী করার এবং নারী উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার কথাও বলেন।

সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণের বিষয়বস্তু নিয়েও কথা হয় মন্ত্রিসভায়।

অগ্নিসন্ত্রাস এবং নাশকতা বন্ধ করার জন্য মন্ত্রিপরিষদের সবাইকে যার যার জায়গা থেকে কাজ করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

ঢাকা/কেএ