০৮:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪

কোটি মানুষের ভালোবাসায় সিক্ত ‘বিনোদিনী রাই’

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:১৯:২৮ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১
  • / ৪২০০ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: বাংলাদেশের সাব্বির নাসির এবং কলকাতার সম্পা বিশ্বাসের গাওয়া ‘বিনোদিনী রাই’ গানটি খুব অল্প সময়ে কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছে। হাজার হাজার মানুষ ভালোবেসে গানটিকে শেয়ার করেছেন, টিকটক এবং লাইকিতেও গানটি জনপ্রিয়তা পেয়েছে।

আলোচিত এই গানের কথা ও সুর করেছেন প্লাবন কোরেশী। সিলেটের ধামাইল আঙ্গিকে করা এই গানটির সুর‌ শ্রোতাদের মনকে নাড়া দিচ্ছে। গানটির সংগীতায়োজন করেছেন রিয়েল আশিক।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সাব্বির নাসির বলেন, ‘করোনার এই বিপন্ন সময়েও গানটি কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছে। এটি আমার কাছে অত্যন্ত আনন্দের এবং প্রেরণার। প্লাবন ভাই পরীক্ষিত গানযোদ্ধা। অত্যন্ত দরদ নিয়ে তিনি কাজটি করেছেন। গানটির সাফল্য প্রমাণ করে, বাংলাদেশের মানুষ এখনো ভালো গান শুনতে চায়। দুই বাংলায় গানটির ব্যাপক সাফল্যে আমি অনেক বেশি মানসিক শক্তি পাচ্ছি।’

সম্পা বিশ্বাস বলেন, ‘গানটি নিয়ে যাই বলি কম বলা হয়ে যাবে। শ্রোতাদের রেসপন্স দেখেই বোঝা যাচ্ছে এই গানে আমাদের কেমিস্ট্রিটা ভালো হয়েছে।’ প্লাবন কোরেশী বলেন, ‘খুব অল্প সময়ে গানটি এত বেশি জনপ্রিয় হবে ভাবিনি। অনেক কৃতজ্ঞতা জানাই সেই সব শ্রোতাদের, যারা ভালোবেসে আমার গান কিংবা সুর বুকে লালন করেছেন। সবার জন্য ভালোবাসা।’

উল্লেখ্য, গত ১১ এপ্রিল সাব্বির নাসিরের ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে উন্মুক্ত করা হয় ‘বিনোদিনী রাই’।

ঢাকা/এনইউ

আরও পড়ুন:

শেয়ার করুন

x
English Version

কোটি মানুষের ভালোবাসায় সিক্ত ‘বিনোদিনী রাই’

আপডেট: ০৬:১৯:২৮ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: বাংলাদেশের সাব্বির নাসির এবং কলকাতার সম্পা বিশ্বাসের গাওয়া ‘বিনোদিনী রাই’ গানটি খুব অল্প সময়ে কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছে। হাজার হাজার মানুষ ভালোবেসে গানটিকে শেয়ার করেছেন, টিকটক এবং লাইকিতেও গানটি জনপ্রিয়তা পেয়েছে।

আলোচিত এই গানের কথা ও সুর করেছেন প্লাবন কোরেশী। সিলেটের ধামাইল আঙ্গিকে করা এই গানটির সুর‌ শ্রোতাদের মনকে নাড়া দিচ্ছে। গানটির সংগীতায়োজন করেছেন রিয়েল আশিক।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সাব্বির নাসির বলেন, ‘করোনার এই বিপন্ন সময়েও গানটি কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছে। এটি আমার কাছে অত্যন্ত আনন্দের এবং প্রেরণার। প্লাবন ভাই পরীক্ষিত গানযোদ্ধা। অত্যন্ত দরদ নিয়ে তিনি কাজটি করেছেন। গানটির সাফল্য প্রমাণ করে, বাংলাদেশের মানুষ এখনো ভালো গান শুনতে চায়। দুই বাংলায় গানটির ব্যাপক সাফল্যে আমি অনেক বেশি মানসিক শক্তি পাচ্ছি।’

সম্পা বিশ্বাস বলেন, ‘গানটি নিয়ে যাই বলি কম বলা হয়ে যাবে। শ্রোতাদের রেসপন্স দেখেই বোঝা যাচ্ছে এই গানে আমাদের কেমিস্ট্রিটা ভালো হয়েছে।’ প্লাবন কোরেশী বলেন, ‘খুব অল্প সময়ে গানটি এত বেশি জনপ্রিয় হবে ভাবিনি। অনেক কৃতজ্ঞতা জানাই সেই সব শ্রোতাদের, যারা ভালোবেসে আমার গান কিংবা সুর বুকে লালন করেছেন। সবার জন্য ভালোবাসা।’

উল্লেখ্য, গত ১১ এপ্রিল সাব্বির নাসিরের ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে উন্মুক্ত করা হয় ‘বিনোদিনী রাই’।

ঢাকা/এনইউ

আরও পড়ুন: