কোম্পানির সুদ আয়ে দ্বিগুণ কর গুনতে হবে

- আপডেট: ০৮:০২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
- / ১০৩০৫ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: কোম্পানির সুদ আয়ে দ্বিগুণ কর আরোপ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেট পেশ করার সময় তিনি ব্যাংকের সুদের উৎসে করহার কোম্পানি করদাতার জন্য ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করার প্রস্তাব করেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বর্তমানে প্রতিষ্ঠানের সুদ আয়ের ওপর ১০ শতাংশ উৎসে কর কাটা হয়, এটি বাড়িয়ে ২০ শতাংশ করার প্রস্তাব করেন তিনি। পাশাপাশি রিটার্ন জমার স্লিপ না দিলে অতিরিক্ত আরও ৫০ শতাংশ উৎসে কর কাটা হবে।
অবশ্য স্বীকৃত প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ফান্ড, সুপার অ্যানুয়েশন ফান্ড ও পেনশন ফান্ডের অর্থ ব্যাংকে জমা রাখতে তার সুদ আয়ের ওপর ৫ শতাংশ উৎসে কর কাটা হবে। যদিও ব্যক্তি করদাতাদের সুদ আয়ের ওপর উৎসে কর আগের মতো ১০শতাংশ থাকছে।
ঢাকা/এসএ