১২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪

খেজুরের দাম নির্ধারণ করে দিল সরকার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৩৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪
  • / ৪১৩৩ বার দেখা হয়েছে

ইফতারের অন্যতম অনুষঙ্গ খেজুরের চাহিদা বাড়ায় দামও এবার বেশ চড়া। এ কারণে সরকারের পক্ষ থেকে খেজুরের সর্বোচ্চ দাম বেঁধে দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১২ মার্চ) দেওয়া এক সার্কুলারে এ তথ্য জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফুয়ারা খাতুনের সই করা সার্কুলারে বলা হয়েছে, অতি সাধারণ বা নিম্নমানের খেজুরের কেজি ১৫০ থেকে ১৬০ টাকা এবং বহুল ব্যবহৃত জাইদি খেজুরের কেজি ১৭০ থেকে ১৮০ টাকা।

আরও বলা হয়েছে, দেশে আমদানিকৃত বিভিন্ন মানের খেজুরের আমদানিমূল্য, আরোপিত শুল্ক ও কর এবং আমদানিকারকের অন্যান্য খরচ বিশ্লেষণ করে বাণিজ্য মন্ত্রণালয় প্রতিকেজি খেজুরের মানভিত্তিক যৌক্তিক মূল্য নিরূপণ করেছে।

আরও পড়ুন: দেশে বছরে ৩০ বিলিয়ন ডলারের সরকারি কেনাকাটা: আইএমইডি

এর আগে গত ১০ মার্চ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান জানিয়েছিলেন, রোজদারদের স্বস্তি দিতে দুই- এক দিনের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় জিহাদি খেজুরের দাম বেঁধে দেবে। পাশাপাশি আমদানিকারকদের সঙ্গে বৈঠকে বসে নজরদারির মধ্যে রাখা হবে অন্য খেজুরও।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

x

খেজুরের দাম নির্ধারণ করে দিল সরকার

আপডেট: ০৩:৩৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪

ইফতারের অন্যতম অনুষঙ্গ খেজুরের চাহিদা বাড়ায় দামও এবার বেশ চড়া। এ কারণে সরকারের পক্ষ থেকে খেজুরের সর্বোচ্চ দাম বেঁধে দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১২ মার্চ) দেওয়া এক সার্কুলারে এ তথ্য জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফুয়ারা খাতুনের সই করা সার্কুলারে বলা হয়েছে, অতি সাধারণ বা নিম্নমানের খেজুরের কেজি ১৫০ থেকে ১৬০ টাকা এবং বহুল ব্যবহৃত জাইদি খেজুরের কেজি ১৭০ থেকে ১৮০ টাকা।

আরও বলা হয়েছে, দেশে আমদানিকৃত বিভিন্ন মানের খেজুরের আমদানিমূল্য, আরোপিত শুল্ক ও কর এবং আমদানিকারকের অন্যান্য খরচ বিশ্লেষণ করে বাণিজ্য মন্ত্রণালয় প্রতিকেজি খেজুরের মানভিত্তিক যৌক্তিক মূল্য নিরূপণ করেছে।

আরও পড়ুন: দেশে বছরে ৩০ বিলিয়ন ডলারের সরকারি কেনাকাটা: আইএমইডি

এর আগে গত ১০ মার্চ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান জানিয়েছিলেন, রোজদারদের স্বস্তি দিতে দুই- এক দিনের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় জিহাদি খেজুরের দাম বেঁধে দেবে। পাশাপাশি আমদানিকারকদের সঙ্গে বৈঠকে বসে নজরদারির মধ্যে রাখা হবে অন্য খেজুরও।

ঢাকা/এসএইচ