১১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪

গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়ার কারণ স্বাধীনতাবিরোধী শক্তি: পররাষ্ট্রমন্ত্রী

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:৪৫:০৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪
  • / ৪০৯৪ বার দেখা হয়েছে

ফাইল ফটো

বিএনপি বাংলাদেশের পতাকা চায়নি বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।  তিনি বলেন, গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়ার অন্যতম কারণ স্বাধীনতাবিরোধী শক্তি।

আজ সোমবার (২৫ মার্চ) বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ সমাবেশে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

হাছান মাহমুদ বলেন, গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়ার অন্যতম কারণ স্বাধীনতাবিরোধী শক্তি। বঙ্গবন্ধুকে হত্যার পর গণহত্যার আলামত নষ্ট করা হয়েছিল। মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়েও বিভ্রান্তি সৃষ্টি চেষ্টা হয়েছে। কারণ বিএনপি বাংলাদেশের পতাকা চায়নি।

তবে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পেতে রোডম্যাপ তৈরিতে সরকার কাজ শুরু করেছে বলে জানান তিনি।

আরও পড়ুন: জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপির মুক্তিযোদ্ধা সমাবেশে খবর নিলে দেখা যাবে, শান্তিকমিটির অনেক লোক যোগ দিয়েছে। স্বাধীনতা নিয়ে তারা তামাশা করে।

বিএনপির ভারতবিরোধী মনোভাবের সমালোচনা করে তিনি আরও বলেন, ভারতীয় পেঁয়াজ খেয়ে, গরু খেয়ে, শাড়ি পরে, ভারতীয় পণ্য বর্জনের ডাক দেয় বিএনপি।

ঢাকা/এসএম

শেয়ার করুন

x
English Version

গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়ার কারণ স্বাধীনতাবিরোধী শক্তি: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট: ০৫:৪৫:০৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪

বিএনপি বাংলাদেশের পতাকা চায়নি বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।  তিনি বলেন, গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়ার অন্যতম কারণ স্বাধীনতাবিরোধী শক্তি।

আজ সোমবার (২৫ মার্চ) বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ সমাবেশে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

হাছান মাহমুদ বলেন, গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়ার অন্যতম কারণ স্বাধীনতাবিরোধী শক্তি। বঙ্গবন্ধুকে হত্যার পর গণহত্যার আলামত নষ্ট করা হয়েছিল। মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়েও বিভ্রান্তি সৃষ্টি চেষ্টা হয়েছে। কারণ বিএনপি বাংলাদেশের পতাকা চায়নি।

তবে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পেতে রোডম্যাপ তৈরিতে সরকার কাজ শুরু করেছে বলে জানান তিনি।

আরও পড়ুন: জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপির মুক্তিযোদ্ধা সমাবেশে খবর নিলে দেখা যাবে, শান্তিকমিটির অনেক লোক যোগ দিয়েছে। স্বাধীনতা নিয়ে তারা তামাশা করে।

বিএনপির ভারতবিরোধী মনোভাবের সমালোচনা করে তিনি আরও বলেন, ভারতীয় পেঁয়াজ খেয়ে, গরু খেয়ে, শাড়ি পরে, ভারতীয় পণ্য বর্জনের ডাক দেয় বিএনপি।

ঢাকা/এসএম