০২:০৮ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪

গরম খেতে গিয়ে জিহ্বা পুড়েছে? কী করবেন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:০৩:২৩ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩
  • / ৪১৫১ বার দেখা হয়েছে

আনমনে কিংবা তাড়াহুড়া করে গরম পানীয় বা খাবার খেতে গেলে অনেকসময় জিহ্বা পুড়ে যায়। জিহ্বা পোড়া খুব বেদনাদায়ক হতে পারে। জিভ পুড়ে গেলে সবচেয়ে বেশি যে সমস্যা হয় তাহলো কোনও খাবারেরই তেমন স্বাদ পাওয়া যায় না। অনেক সময় মুখের ভিতরটা এই কারণে শুকিয়েও যেতে থাকে। এই সমস্যা থেকে মুক্তি পেতে ঘরোয়া কিছু সমাধান অনুসরণ করতে পারেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুনফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

পোড়া জিহ্বার তাৎক্ষণিক জ্বালাপোড়া ভাব কমাতে কী করবেন-

গুঁড়ো দুধ ও চিনি: বাড়িতে অনেক সময় গুঁড়ো দুধ থাকে। এই দুধ জিভের জ্বালাভাব কমাতে সাহায্য করবে। জিভ পুড়ে গেলে একটু গুঁড়ো দুধ আর চিনি জিভের পোড়া অংশে লাগিয়ে রেখে দিন। এতে দ্রুত জ্বালাভাব কমবে ।

বরফকুচি : ফ্রিজে বরফ থাকেই। বরফের টুকরো একটু ভেঙে নিয়ে ছোট ছোট বরফকুচি জিভের পোড়া অংশে আলতো করে ছড়িয়ে দিন। বরফ না থাকলে ঠান্ডা পানি দিয়ে কুলকুচি করলেও একই উপকার পাবেন।

আরও পড়ুন: হেমোরেজিক ফিভার ও শক সিনড্রোমে বেশি মৃত্যু: স্বাস্থ্য অধিদফতর

দই : ঘরে টকদই থাকলে জিভের জ্বালাভাব কমাতে ব্যবহার করতে পারেন। জিভের পোড়া জায়গায় আলতো করে টকদই লাগান। জিভ জ্বালা থেকে আরাম মিলবে।

মধু : যে কোনও পোড়া জায়গায় প্রদাহ কমাতে মধু ব্যবহার করতে পারেন। জিভ পুড়ে গেলেও মধু লাগাতে পারেন। মধুতে থাকা অ্যান্টি-ব্যাকটিরিয়াল উপাদান সংক্রমণের হাত থেকে বাঁচায়। মধু যেহেতু একটু ঠান্ডা তাই জিভে লাগালে জ্বালাভাব কমবে।

ঢাকা/এসএম

শেয়ার করুন

x

গরম খেতে গিয়ে জিহ্বা পুড়েছে? কী করবেন

আপডেট: ০৩:০৩:২৩ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩

আনমনে কিংবা তাড়াহুড়া করে গরম পানীয় বা খাবার খেতে গেলে অনেকসময় জিহ্বা পুড়ে যায়। জিহ্বা পোড়া খুব বেদনাদায়ক হতে পারে। জিভ পুড়ে গেলে সবচেয়ে বেশি যে সমস্যা হয় তাহলো কোনও খাবারেরই তেমন স্বাদ পাওয়া যায় না। অনেক সময় মুখের ভিতরটা এই কারণে শুকিয়েও যেতে থাকে। এই সমস্যা থেকে মুক্তি পেতে ঘরোয়া কিছু সমাধান অনুসরণ করতে পারেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুনফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

পোড়া জিহ্বার তাৎক্ষণিক জ্বালাপোড়া ভাব কমাতে কী করবেন-

গুঁড়ো দুধ ও চিনি: বাড়িতে অনেক সময় গুঁড়ো দুধ থাকে। এই দুধ জিভের জ্বালাভাব কমাতে সাহায্য করবে। জিভ পুড়ে গেলে একটু গুঁড়ো দুধ আর চিনি জিভের পোড়া অংশে লাগিয়ে রেখে দিন। এতে দ্রুত জ্বালাভাব কমবে ।

বরফকুচি : ফ্রিজে বরফ থাকেই। বরফের টুকরো একটু ভেঙে নিয়ে ছোট ছোট বরফকুচি জিভের পোড়া অংশে আলতো করে ছড়িয়ে দিন। বরফ না থাকলে ঠান্ডা পানি দিয়ে কুলকুচি করলেও একই উপকার পাবেন।

আরও পড়ুন: হেমোরেজিক ফিভার ও শক সিনড্রোমে বেশি মৃত্যু: স্বাস্থ্য অধিদফতর

দই : ঘরে টকদই থাকলে জিভের জ্বালাভাব কমাতে ব্যবহার করতে পারেন। জিভের পোড়া জায়গায় আলতো করে টকদই লাগান। জিভ জ্বালা থেকে আরাম মিলবে।

মধু : যে কোনও পোড়া জায়গায় প্রদাহ কমাতে মধু ব্যবহার করতে পারেন। জিভ পুড়ে গেলেও মধু লাগাতে পারেন। মধুতে থাকা অ্যান্টি-ব্যাকটিরিয়াল উপাদান সংক্রমণের হাত থেকে বাঁচায়। মধু যেহেতু একটু ঠান্ডা তাই জিভে লাগালে জ্বালাভাব কমবে।

ঢাকা/এসএম