গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে

- আপডেট: ১১:০০:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২
- / ১০৪১১ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বুধবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। এখানে এবারই প্রথম ইলেকট্রিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট দিচ্ছেন ভোটাররা।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এর আগে মঙ্গলবার সকাল ১০টা থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় ইভিএমসহ নির্বাচনী সব সরঞ্জাম। ফুলছড়ি ও সাঘাটা উপজেলা নির্বাচন কার্যালয় থেকে এসব সরঞ্জাম সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। এ ছাড়া ১৩৫টি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরার মাধ্যমে ভোটগ্রহণের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করবে নির্বাচন কমিশন।
এদিকে বিভিন্ন কেন্দ্রে ভোটারের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে বলে আশা প্রার্থীদের। গত জুলাই মাসে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজরে রাব্বি মিয়ার মৃত্যুতে গাইবান্ধা-৫ আসনটিকে শূন্য ঘোষণা করা হয়।
আরও পড়ুন: সব ধরনের অপচয় রোধ করতে হবে: প্রধানমন্ত্রী
ঢাকা/এসএ