০২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪

ঘূর্ণিঝড়ে স্কুল বন্ধ থাকা নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:৫৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪
  • / ১০২৫৫ বার দেখা হয়েছে

দেশের উপকূলীয় অঞ্চলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল। ইতিমধ্যে উপকূলীয় এলাকাগুলোতে রেমালের প্রভাব পড়তে শুরু করেছে। ঘূর্ণিঝড়টি আজ রবিবার (২৬ মে) বিকেল থেকে মধ্যরাতের মধ্যে পটুয়াখালীর খেপুপাড়া দিয়ে স্থলভাগে আঘাত হানতে পারে। এ পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা বা বন্ধ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আজ রবিবার (২৬ মে) দুপুরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ‘২০২৩-২৪ অর্থবছরের আরএডিপি বাস্তবায়ন এবং চলমান উন্নয়ন কাজের অগ্রগতি ও মূল্যায়ন’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন শিক্ষামন্ত্রী। অনুষ্ঠান শেষে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে সংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

আরও পড়ুন: শপথ নিলেন ঝিনাইদহ-১ আসনের এমপি নায়েব আলী জোয়াদ্দার

মন্ত্রী বলেন, দুর্যোগকালীন সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা বা বন্ধ রাখার বিষয়ে স্ব-স্ব জেলাগুলো নিজেরাই সিদ্ধান্ত নেবে। মন্ত্রণালয় পুরো ব্যাপারটা পর্যবেক্ষণে রেখেছে।

এদিকে, পৃথক এক বিজ্ঞপ্তিতে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলীয় জেলাসহ সংশ্লিষ্ট জেলার শিক্ষা প্রতিষ্ঠানসমুহের অবকাঠামো ব্যবহার এবং পাঠদান কার্যক্রম পরিচালনায় নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

x

ঘূর্ণিঝড়ে স্কুল বন্ধ থাকা নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

আপডেট: ০৫:৫৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪

দেশের উপকূলীয় অঞ্চলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল। ইতিমধ্যে উপকূলীয় এলাকাগুলোতে রেমালের প্রভাব পড়তে শুরু করেছে। ঘূর্ণিঝড়টি আজ রবিবার (২৬ মে) বিকেল থেকে মধ্যরাতের মধ্যে পটুয়াখালীর খেপুপাড়া দিয়ে স্থলভাগে আঘাত হানতে পারে। এ পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা বা বন্ধ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আজ রবিবার (২৬ মে) দুপুরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ‘২০২৩-২৪ অর্থবছরের আরএডিপি বাস্তবায়ন এবং চলমান উন্নয়ন কাজের অগ্রগতি ও মূল্যায়ন’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন শিক্ষামন্ত্রী। অনুষ্ঠান শেষে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে সংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

আরও পড়ুন: শপথ নিলেন ঝিনাইদহ-১ আসনের এমপি নায়েব আলী জোয়াদ্দার

মন্ত্রী বলেন, দুর্যোগকালীন সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা বা বন্ধ রাখার বিষয়ে স্ব-স্ব জেলাগুলো নিজেরাই সিদ্ধান্ত নেবে। মন্ত্রণালয় পুরো ব্যাপারটা পর্যবেক্ষণে রেখেছে।

এদিকে, পৃথক এক বিজ্ঞপ্তিতে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলীয় জেলাসহ সংশ্লিষ্ট জেলার শিক্ষা প্রতিষ্ঠানসমুহের অবকাঠামো ব্যবহার এবং পাঠদান কার্যক্রম পরিচালনায় নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

ঢাকা/এসএইচ