০৩:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪

ঘূর্ণিঝড় রেমালে আক্রান্ত হতে পারে যেসব অঞ্চল

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:২২:১৯ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪
  • / ১০২৬৯ বার দেখা হয়েছে

সাগরে অবস্থান করা গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে আজ শনিবার। বিকেলের দিকে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আবহাওয়া অফিসের দেওয়া পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিষয়টি নিয়ে কথা বলেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান। তিনি বলেছেন, গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে তা আগামীকাল রোববার ভোর থেকে সন্ধ্যা নাগাদ বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে।

প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড়টি অতিক্রম করার সময় দেশের সাতক্ষীরা থেকে কক্সবাজার পর্যন্ত আক্রান্ত হতে পারে। সেই সঙ্গে প্লাবিত হতে পারে উপকূলীয় এলাকা।

আরও পড়ুন: ‘রাতেই আসতে পারে ১০নং মহাবিপদ সংকেত’

তিনি বলেন, এমন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে চার হাজার উপকূলীয় আশ্রয়কেন্দ্র। ওয়ারলেসের মাধ্যমে সরাসরি ১৭৪টি মাঠ কার্যালয়কে সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে সকালে দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গভীর নিম্নচাপটি আজ শনিবার সকাল ৯টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫৬৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪৯৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৫৪০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৪৯০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

x

ঘূর্ণিঝড় রেমালে আক্রান্ত হতে পারে যেসব অঞ্চল

আপডেট: ০৪:২২:১৯ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪

সাগরে অবস্থান করা গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে আজ শনিবার। বিকেলের দিকে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আবহাওয়া অফিসের দেওয়া পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিষয়টি নিয়ে কথা বলেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান। তিনি বলেছেন, গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে তা আগামীকাল রোববার ভোর থেকে সন্ধ্যা নাগাদ বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে।

প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড়টি অতিক্রম করার সময় দেশের সাতক্ষীরা থেকে কক্সবাজার পর্যন্ত আক্রান্ত হতে পারে। সেই সঙ্গে প্লাবিত হতে পারে উপকূলীয় এলাকা।

আরও পড়ুন: ‘রাতেই আসতে পারে ১০নং মহাবিপদ সংকেত’

তিনি বলেন, এমন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে চার হাজার উপকূলীয় আশ্রয়কেন্দ্র। ওয়ারলেসের মাধ্যমে সরাসরি ১৭৪টি মাঠ কার্যালয়কে সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে সকালে দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গভীর নিম্নচাপটি আজ শনিবার সকাল ৯টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫৬৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪৯৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৫৪০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৪৯০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে।

ঢাকা/এসএইচ