চলতি সপ্তাহে আসছে ৬ কোম্পানির ডিভিডেন্ড

- আপডেট: ১২:০২:০৬ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১
- / ১০৩৯২ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: চলতি সপ্তাহে (২০-২৪ জুন) বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানি।
কোম্পানি ৬টি হলো- ঢাকা ডাইং, প্রাইম লাইফ, রূপালী ব্যাংক, পাইওনিয়ার ইন্সুরেন্স, ফনিক্স ফাইন্যান্স ও পপুলার লাইফ ইন্সুরেন্স।
ঢাকা ডাইং : কোম্পানিটি ৩০ জুন ২০১৮, ২০১৯ ও ২০২০ অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে। এজন্য কোম্পানিটির বোর্ড সভা আহ্বান করেছে আগামীকাল রোববার, ২০ জুন বিকাল ২টা, ৪টা ও ৬টায়।
২০১৬ সালে ঢাকা ডাইং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল। সর্বশেষ ২০১৭ সালে কোম্পানিটির শেয়ার প্রতি ৩ টাকা ৯৬ পয়সা লোকসান হয়েছে। এর পরের বছরগুলোতে কোম্পানিটির কোন আয়ের তথ্য ডিএসইর ওয়েবসাইটে নেই।
প্রাইম লাইফ ইন্সুরেন্স : কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে সোমবার, ২১ জুন বিকাল ৩টায়। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২০ অর্থবছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে এবং ৩১ মার্চ, ২০২১ সময়ের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে। ৩১ ডিসেম্বর, ২০১৯ অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
রূপালী ব্যাংক : ব্যাংকটির বোর্ড সভা সোমবার, ২১ জুন বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২০ অর্থবছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
সমাপ্ত অর্থবছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা হয়েছে ৫০ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৪০ পয়সা। ২০১৯ সালে কোম্পানিটি ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেও বাংলাদেশ ব্যাংকের আপত্তির কারণে তা বিতরণ করতে পারেনি।
পাইওনিয়ার ইন্সুরেন্স : কোম্পানিটির বোর্ড সভা বৃহস্পতিবার, ২৪ জুন বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২০ অর্থবছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে এবং ৩১ মার্চ, ২০২১ সময়ের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
সমাপ্ত অর্থবছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা হয়েছে ৬ টাকা ০১ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৩ টাকা ৪৭ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০১৯ অর্থবছরে কোম্পানিটি ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
ফনিক্স ফাইন্যান্স : কোম্পানিটির বোর্ড সভা বৃহস্পতিবার, ২৪ জুন বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২০ অর্থবছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে এবং ৩১ মার্চ, ২০২১ সময়ের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
সমাপ্ত অর্থবছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা হয়েছে ৮১ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৮৯ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০১৯ অর্থবছরে কোম্পানিটি ৬ শতাংশ ক্যাংশ ও ৬ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল।
পপুলার লাইফ ইন্সুরেন্স : কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার, ২৪ জুন বিকাল ৩টায়। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২০ অর্থবছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে এবং ৩১ মার্চ, ২০২১ সময়ের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
৩১ ডিসেম্বর ২০১৯ অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
ঢাকা/এনইউ
আরও পড়ুন:
- আর্জেন্টিনা কাউকে ভয় পায় না
- সপ্তাহজুড়ে আগ্রহের শীর্ষে সাফকো স্পিনিং
- সপ্তাহজুড়ে ৪ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- সংশোধিত রাজস্বেও ঘাটতি ৪৪ হাজার কোটি টাকা
- আজকের রাশিফল: ১৯ জুন ২০২০
- ১৯ জুন: ইতিহাসে আজকের এই দিনে
- সপ্তাহের ব্যবধানে পিই রেশিও কমেছে ১ দশমিক ৩০ শতাংশ
- সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে
- ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা উধাও!
- গ্রাহকদের টাকা ফিরিয়ে দিতে চায় বানকো সিকিউরিটিজ
- মিলিয়ে নিন, সোনালী লাইফের আইপিওতে আপনার আবেদন হয়েছে কি-না!
- শেয়ারদর ওঠা-নামার সর্বোচ্চ সীমা বেঁধে দিল বিএসইসি
- জিআই সনদ পেল আরও ৬ পণ্য
- উঠে গেল পুঁজিবাজারে তালিকাভুক্ত সব কোম্পানির ফ্লোর প্রাইস
- ৮০ হাজার টাকা বেতনে গ্রামীণ ব্যাংকে চাকরির সুযোগ