চার ইস্যুতে জেমিনি সি ফুডের বিরুদ্ধে বিএসইসির তদন্ত কমিটি

- আপডেট: ০৬:৪৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২
- / ১০৫৩২ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারের তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি জেমিনি সি ফুড লিমিটেডের বিরুদ্ধে চার ইস্যুতে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আগামী ২০ কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।
গঠিত তদন্ত কমিটির সদস্যরা হলেন- বিএসইসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ রাকিবুর রহমান ও সহকারী পরিচালক মো.ফয়সাল ইসলাম।
বিএসইসির চিঠিতে উল্লেখ করা হয়, জনস্বার্থে জেমিনি সি ফুডের নিম্নোক্ত বিষেয়ের উপর তদন্ত কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন বলে মনে করে কমিশন। এরই ধারাবাহিকতায় কোম্পানিটির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হলো। তদন্ত কর্মকর্তারা এ আদেশ জারির ২০ কার্যদিবসের মধ্যে বিএসইসিতে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হলো।
যেসব বিষেয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়:
১.সাম্প্রতিক অনিরীক্ষিত এবং নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা।
২.বাজার কারসাজির কোন চেষ্টা ছিল কি-না তা চিহ্নিত করা।
৩.ইনসাইডার ট্রেডিং শনাক্ত করেছে কি-না তা চিহ্নিত করা।
৪.অন্যান্য অবৈধ পদ্ধতি বা প্রতারণামূলক কার্যক্রম ছিলো কি-না তা খুঁজে বের করা।
উল্লেখ্য, কোম্পানিটি সম্প্রতি বিনিয়োগকারীদের জন্য ৪০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ ক্যাশ এবং ৩০ শতাংশ স্টক ডিভিডেন্ড। যা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে চরম হতাশা লক্ষ করা যায়।
আরও পড়ুন:
- পুঞ্জীভূত লোকসানি কোম্পানির ৪০ শতাংশ ডিভিডেন্ড: খতিয়ে দেখার দাবি
-
জেমিনী’র চমকপ্রদ ডিভিডেন্ডে বিনিয়োগকারীদের লোকসান ২৩ কোটি টাকা