০৭:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালেও বিশ্বকাপের সেই রেফারি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:০৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩
  • / ৪১৮০ বার দেখা হয়েছে

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে স্পেনের লা লিগা, ইতালির সিরি-আ, ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার নিষ্পত্তি হয়ে গেছে। জার্মানি ও ফ্রান্সে চলছে শেষ মুহূর্তের লড়াই। তবে ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে বসে আছে ইউরোপ সেরার ক্লাব টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়নদের দেখতে। ১০ জুন তুরস্কের ইস্তানবুল শহরে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ ইন্টার মিলান।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুনফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

হাইভোল্টেজ এই ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে পোলিশ রেফারি সাইমন মার্সিনিয়াক। কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স বনাম আর্জেন্টিনার ম্যাচ পরিচালনা করেছেন তিনি। সেই ফাইনালের আগেও বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচে রেফারি ছিলেন তিনি। সেবার তার কিছু সিদ্ধান্ত নিয়ে ফুটবলাররা সন্তুষ্ট না থাকলেও ফাইনাল ম্যাচ করে প্রশংসিত হন ৪২ বছর বয়সী মার্সিনিয়াক।

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মার্সিনিয়াকের সহকারী রেফারি হিসেবে থাকবেন দুই স্বদেশি পাভেউ সোকোলনিস্কি ও তমাশ লিসৎকিভিচ। এই দুজন বিশ্বকাপ ফাইনালেও সহকারী রেফারি হিসেবে মার্সিনিয়াকের সাথে দায়িত্ব পালন করেছেন।

মার্সিনিয়াক আগেও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের দায়িত্ব পালন করেছেন। তবে ২০১৮ সালের রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের ফাইনালে তিনি ছিলেন চতুর্থ রেফারি। চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরে এখন পর্যন্ত ৮টি ম্যাচে রেফারিং করেছেন মার্সিনিয়াক। এর মধ্যে রয়েছে শেষ ষোলোয় ইন্টার মিলান-পোর্তোর গোলশূন্য দ্বিতীয় লেগ এবং সেমি-ফাইনালের ফিরতি লেগে সিটির মাঠে রিয়াল মাদ্রিদের ৪-০ গোলে বিধ্বস্ত হওয়া ম্যাচটি।

আরও পড়ুন: ‘পাকিস্তান দল ভারতে যাবে কি না, সেই সিদ্ধান্ত আফ্রিদি দেবে না’

চ্যাম্পিয়ন্স লিগ সহ আরও দুই ইউরোপিয়ান ফাইনালের রেফারির নামও প্রকাশ করেছে উয়েফা। ইংলিশ রেফারি এন্থনি টেলর সেভিয়া ও রোমার মধ্যকার ইউরোপা লিগ ফাইনালের দায়িত্বে থাকবেন। অন্যদিকে ইউরোপা কনফারেন্স লিগের ফাইনালে ফিওরেন্তিনা ও ওয়েস্ট হ্যামের মধ্যকার ম্যাচে রেফারি থাকবেন স্পেনের কার্লোস দেল সেরো গ্রান্ডে।

ঢাকা/এসএম

শেয়ার করুন

x

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালেও বিশ্বকাপের সেই রেফারি

আপডেট: ১২:০৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে স্পেনের লা লিগা, ইতালির সিরি-আ, ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার নিষ্পত্তি হয়ে গেছে। জার্মানি ও ফ্রান্সে চলছে শেষ মুহূর্তের লড়াই। তবে ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে বসে আছে ইউরোপ সেরার ক্লাব টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়নদের দেখতে। ১০ জুন তুরস্কের ইস্তানবুল শহরে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ ইন্টার মিলান।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুনফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

হাইভোল্টেজ এই ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে পোলিশ রেফারি সাইমন মার্সিনিয়াক। কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স বনাম আর্জেন্টিনার ম্যাচ পরিচালনা করেছেন তিনি। সেই ফাইনালের আগেও বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচে রেফারি ছিলেন তিনি। সেবার তার কিছু সিদ্ধান্ত নিয়ে ফুটবলাররা সন্তুষ্ট না থাকলেও ফাইনাল ম্যাচ করে প্রশংসিত হন ৪২ বছর বয়সী মার্সিনিয়াক।

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মার্সিনিয়াকের সহকারী রেফারি হিসেবে থাকবেন দুই স্বদেশি পাভেউ সোকোলনিস্কি ও তমাশ লিসৎকিভিচ। এই দুজন বিশ্বকাপ ফাইনালেও সহকারী রেফারি হিসেবে মার্সিনিয়াকের সাথে দায়িত্ব পালন করেছেন।

মার্সিনিয়াক আগেও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের দায়িত্ব পালন করেছেন। তবে ২০১৮ সালের রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের ফাইনালে তিনি ছিলেন চতুর্থ রেফারি। চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরে এখন পর্যন্ত ৮টি ম্যাচে রেফারিং করেছেন মার্সিনিয়াক। এর মধ্যে রয়েছে শেষ ষোলোয় ইন্টার মিলান-পোর্তোর গোলশূন্য দ্বিতীয় লেগ এবং সেমি-ফাইনালের ফিরতি লেগে সিটির মাঠে রিয়াল মাদ্রিদের ৪-০ গোলে বিধ্বস্ত হওয়া ম্যাচটি।

আরও পড়ুন: ‘পাকিস্তান দল ভারতে যাবে কি না, সেই সিদ্ধান্ত আফ্রিদি দেবে না’

চ্যাম্পিয়ন্স লিগ সহ আরও দুই ইউরোপিয়ান ফাইনালের রেফারির নামও প্রকাশ করেছে উয়েফা। ইংলিশ রেফারি এন্থনি টেলর সেভিয়া ও রোমার মধ্যকার ইউরোপা লিগ ফাইনালের দায়িত্বে থাকবেন। অন্যদিকে ইউরোপা কনফারেন্স লিগের ফাইনালে ফিওরেন্তিনা ও ওয়েস্ট হ্যামের মধ্যকার ম্যাচে রেফারি থাকবেন স্পেনের কার্লোস দেল সেরো গ্রান্ডে।

ঢাকা/এসএম